#লন্ডন: ব্রিটেনে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ পরিস্থিতি এখন ভয়াবহ সে দেশে ৷ ব্রিটেনে আক্রান্তদের মধ্যে রয়েছেন বেশ কিছু ভারতীয়ও ৷ এবার করোনা আক্রান্ত হয়ে মৃ্ত্যু হল ব্রিটিশ বাংলাদেশি চিকিৎসক আব্দুল মাবুদ চৌধুরী ফয়জলের ৷ লন্ডনের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷ সেখানেই মৃত্যু হয় আব্দুলের ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
পূর্ব লন্ডনেরই হোমারটন হাসপাতালের চিকিৎসক হিসেবে বেশ সুনাম ছিল বাংলাদেশি-বংশোদ্ভূত আব্দুলের। সম্প্রতি ২৫ বছরের বিবাহবার্ষিকী ধুমধাম করেই পালন করেছিলেন তিনি। তখনও সব কিছু স্বাভাবিক ছিল ব্রিটেনে। কে জানত আর কিছুদিনের মধ্যেই মারণ ভাইরাস করোনা কেড়ে নেবে তাঁর প্রাণ ৷
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সিলেট ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন ডা. আব্দুল মাবুদ চৌধুরী ফয়জল। সম্প্রতি তিনি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বিভিন্ন সেমিনার করেছিলেন। তাঁর আদি নিবাস হবিগঞ্জের নবীগঞ্জ থানায়। মৃত ডা. আব্দুল মাবুদ চৌধুরী স্ত্রী ডা. রানী চৌধুরীও লন্ডনের নিউহ্যাম হাসপাতালের চিকিৎসক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।