#বেনারস: চারিদিকে ভয়, আতঙ্ক, মৃত্যুর পদধ্বনি । বিশ্ব জুড়ে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা । প্রায় ২ লাখের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে সেই সংখ্যাটা । আমার দেশেও হানা দিয়েছে এই মারণ ভাইরাস । মৃত ৬৫২ । ২০ হাজারের বেশি আক্রান্ত । পৃথিবীর তাবড় তাবড় বিজ্ঞানীরা এখন দিনরাত এক করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন করোনার প্রতিষেধক আবিষ্কারের ।এবার হিন্দু বেনারস ইউনির্ভাসিটি দাবি করল, আযুর্বেদিক ওষুধই রুখতে পারে মারণ করোনা ভাইরাসের গতি । আয়ুর্বেদিক ওষুধ ফিফাট্রল নিয়ে পরীক্ষানিরীক্ষা শুরু হচ্ছে বিএইচইউ-তে। গবেষকদের দাবি, এই ইমিউনো-বুস্টিং ড্রাগ করোনা রোগীদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকগুণ বাড়িয়ে তুলবে। আয়ুষ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টাস্ক ফোর্সের উদ্যোগে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে করোনা প্রতিরোধে আয়ুর্বেদিক ওষুধ নিয়ে গবেষণা শুরু হয়েছে। এই ওষুধ নিয়ে এবার ক্লিনিক্যাল ট্রায়ালও হতে শুরু করেছে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Banaras Hindu University, Clinical trails, Coronavirus