হোম /খবর /কলকাতা /
লক ডাউনে খোলা বেকারি, যথাযথ নিয়ম না মানলে কড়া ব্যবস্থা: মমতা

লক ডাউনে খোলা বেকারি, যথাযথ নিয়ম না মানলে কড়া ব্যবস্থা: মমতা

ফাইল ছবি

ফাইল ছবি

লকডাউন থাকলেও সামাজিক দূরত্বের নিয়ম মেনে গম, তেলের মিল চালু থাকবে। খোলা থাকবে বেকারি।

  • Last Updated :
  • Share this:

#কলকাতাঃ করোনা সংক্রমণ রুখতে একমাত্র পথ লক ডাউন। তাই রাজ্যকে করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা করতে বাড়ছে রাজ্যে লক ডাউনের সময়সীমা।  ইঙ্গিত মিলল মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে। একইসঙ্গে লকডাউনে দোকান খোলা রাখার সময় আরও খানিকটা বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি, লকডাউন থাকলেও সামাজিক দূরত্বের নিয়ম মেনে গম, তেলের মিল চালু থাকবে। খোলা থাকবে বেকারিও। তবে 'নিয়ম না মানলে কড়া ব্যবস্থার' হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "প্রয়োজনীয় সব পদ্ধতি মেনে বেকারি খোলা রাখতে পারবেন মালিকরা।"

শনিবার নবান্নে করোনা নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ৩০ এপ্রিল পর্যন্ত সারা দেশে লক ডাউন বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেক্ষেত্রে এরাজ্যেও তাই চলবে ৷ পরে সরকারিভাবে গোটা দেশে লক ডাউনের তারিখ ঘোষণা করবেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনের বৈঠক থেকেই রাজ্যে অত্যাবশকীয় উপাদানের দোকান খোলার রাখার সময় আরও বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ১০ টা থেকে ৪টের বদলে এবার পাড়ার মুদির দোকান থেকে বিগবাজার, স্পেনসার্সের গ্রোসারি ডিপার্টমেন্টও আরও দু'ঘণ্টা বেশি সময় খোলা রাখা যাবে৷ অর্থাৎ এখন থেকে দোকান খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৷

Published by:Shubhagata Dey
First published:

Tags: Bakery, Lock Down, West bengal