হোম /খবর /দেশ /
করোনার প্রথম আয়ুর্বেদিক ওষুধ! বাবা রামদেব করবেন সরকারি ঘোষণা

করোনার প্রথম আয়ুর্বেদিক ওষুধ! বাবা রামদেব করবেন সরকারি ঘোষণা

Photo- File

Photo- File

দাবি সেরে গেছেন ৮০ শতাংশ করোনা রোগী

  • Last Updated :
  • Share this:

#হরিদ্বার: করোনা সংক্রমণ থেক দুনিয়া জুড়ে ওষুধ ও ভ্যাকসিনের সন্ধানে ব্যস্ত রয়েছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা ৷ মারণ করোনা সংক্রমণের ইতমধ্যেই সারা পৃথিবীর ৯০ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত ৷ করোনার সঠিক কোনও চিকিৎসা পদ্ধতি এখনও অবধি পাওয়া যায়নি ৷ করোনা সংক্রমণে বিভিন্ন ওষুধের পরীক্ষামূলক ব্যবহার হচ্ছে ৷ কোন ওষুধ কারোর কাজ করছে আবার কোন ওষুধ কারোর ওপর সঠিক ফল না দেওয়ায় প্রাণ হারাচ্ছেন মানুষ ৷ এই অবস্থায় বিভিন্ন ওষুধ -ভ্যাকসিন তৈরি হচ্ছে এই নিয়ে দাবি করা হয়েছে ৷ বাবা রামদেব পতঞ্জলি -র ওষুধ নিয়ে বড় বিবৃতি দিলেন ৷ তাঁরা আজই বৈজ্ঞানিক বিশ্লেষণ সহ নিজেদের আবিষ্কার করা ওষুধ আজই সর্বসমক্ষে আনবেন ৷ এটি করোনা ভাইরাসের লড়াইতে ব্যবহার করা যাবে এমনটাই মত তাঁর ৷ এটা করোনা নিরাময়ের আয়ুর্বেদিক ওষুধ হতে চলেছে ৷

পতঞ্জলি যোগপীঠের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) আচার্য  বালাকৃষ্ণ ট্যুইট করে এই খবর দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন করোনার আয়ুর্বেদিক ওষুধ করোনিল মঙ্গলবার ১২ টা-তে হরিদ্বারের পতঞ্জলি যোগপীঠে লঞ্চ করা হবে ৷ এই সময় সমস্ত প্রমাণ ও বিশ্লেষণ সহ সমস্ত কিছু ব্যাখ্যা করা হবে ৷ এই লঞ্চ প্রোগ্রামে বাবা রামদেব হাজির থাকবে ৷

Published by:Debalina Datta
First published:

Tags: Corona Virus, Coronavirus