#পশ্চিম মেদিনীপুর: একদিকে সংক্রমণ এড়াতে সচেতনতার পাঠ। অন্যদিকে করোনা যোদ্ধাদের কুর্ণিশ। গানের ভিডিও প্রকাশ করে সতর্ক থাকার প্রচার চালাচ্ছে দাসপুরের ইচ্ছে ডানা।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে লকডাউনই একমাত্র পথ নয়। সংক্রমণ থেকে বাঁচতে সচেতন থাকতে হবে। গানের সঙ্গে তথ্যচিত্র মিলিয়ে সেই বার্তাই তুলে ধরেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছে ডানা। বিশেষজ্ঞরা বলছেন, করোনার সঙ্গে বাঁচার অভ্যাস করতে হবে। তাই সচেতন-সতর্ক থাকা ছাড়া উপায় নেই।
গানের মাধ্যমে হাতে হাতে ছড়াচ্ছে সচেতনতার এই বার্তা। শুধু সচেতন করাই নয়, মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে পুলিশ, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ করোনা যোদ্ধাদের কুর্ণিশ জানিয়েছেন ইচ্ছে ডানার সদস্যরা। সব শেষে ভিডিওতে হার না মানার বার্তা...
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Awareness, Coronavirus