corona virus btn
corona virus btn
Loading

#IPL 2020: ভয়ের আশঙ্কা হল সত্যি, এক বোলার সহ সিএসকে-র ১০ জন করোনা পজিটিভ

#IPL 2020: ভয়ের আশঙ্কা হল সত্যি, এক বোলার সহ সিএসকে-র ১০ জন করোনা পজিটিভ
Photo- AFP

দুবাই থেকে এল দুঃসংবাদ৷

  • Share this:

#দুবাই:  চেন্নাই সুপার কিংসের জন্য বিশাল বড় ধাক্কা৷ পাশাপাশি বড় ধাক্কা আইপিএলের জন্যেও৷ সিএসকে দলের গুরুত্বপূর্ণ বোলার ও স্টাফ মেম্বার মিলিয়ে মোট ১০ জন করোনা পজিটিভ হয়েছেন৷ যা সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল আয়োজনে আরও জটিলতা বাড়ালো৷

দশজন COVID-19 পজিটিভ হওয়ার ফলে ইউএই-তে ধোনি এন্ড কোংয়ের দলের কোয়ারেন্টাইন পিরিয়ড আরও বাড়ল৷ নতুন তারিখ দাঁড়াল সেপ্টেম্বরের ১ ৷ অগাস্টের ২১ তারিখ দুবাই পৌঁছয় মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংস৷  খেতাব রক্ষার লড়াইতে নামবে মুম্বই৷ সূত্রের সূচি অনুযায়ি প্রথম ম্যাচে তাদের বিরুদ্ধেই নামার কথা ধোনির সিএসকে-র৷ আইপিএলের প্রথম ম্যাচের তারিখ সেপ্টেম্বরের ১৯৷ইতিমধ্যেই দুবাই পাড়ি জমানোর আগে চেন্নাইতে অল্প সময়ের একটি ট্রেনিং ক্যাম্পও করেছে চেন্নাইয়ের এই দল৷ আইপিএল খেলতে যাওয়ার আগে একমাত্র তারাই এই ক্যাম্প আয়োজন করেছে৷

IPL প্রটোকল অনুযায়ি কোয়ারেন্টাইন পিরিয়ডে থাকার প্রথম, তৃতীয় ও ষষ্ঠ দিনে সকলের কোভিড টেস্ট করা হয়৷ প্লেয়াররা একমাত্র তখনই ট্রেনিং করতে পারবেন যখন সকলে করোনা নেগেটিভ হবেন৷ তিনটি টেস্ট নেগেটিভ হওয়া প্লেয়াররাই অনুশীলনে নামতে পারবেন৷

সিএসকে টুর্নামেন্টের অনুশীলন শুরু করে দিয়েছিল৷ চেন্নাই ছাড়া আরও কয়েকটি দলও অনুশীলন শুরু করেছে৷

এদিকে আরসিবি নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে বিরাট কোহলি ও কয়েকজন দলের সদস্যের ছবি দিয়েছিল, সেখানে বলা হয়েছিল তাদের কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ৷

৫৩ দিন ধরে ৬০ টি ম্যাচ খেলার কথা৷ তিনটি ভ্যেনু হল দুবাই, আবুধাবি ও শারজা৷

২০১৪ সালে ইউএই-তে আইপিলএল আয়োজন হয়েছিল কারণ সে বছর ভারতে ছিল লোকসভা নির্বাচন৷

টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ অস্ট্রেলিয়ার পিছিয়ে যাওয়ায় একটা ফাঁকা সময় তৈরি হয়েছে আর সেই উইন্ডোতেই আইপিএল আয়োজনের আসরে নেমেছে বিসিসিআই৷ এই টুর্নামেন্ট প্রাথমিকভাবে মার্চ থেকে মে মাসের মধ্যে হওয়ার কথা ছিল৷ কিন্তু করোনা অতিমারীর জেরে তা পিছিয়ে যায়৷

Published by: Debalina Datta
First published: August 28, 2020, 6:37 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर