#নয়াদিল্লিঃ করোনা ভাইরাসের থাবা এবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকেও। এই প্রথম মন্ত্রকের কোনও কর্মী করোনায় আক্রান্ত হলেন। স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে মন্ত্রকের অন্দরে। যদিও মন্ত্রকের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্ত্রক সূত্রে খবর, ১৫ এপ্রিল আক্রান্ত ওই কর্মী শেষবারের জন্য দফতরে এসেছিলেন। তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন। ফলে আর অফিসে আসেননি। এরপর করোনার কিছু উপসর্গ দেখা দেওয়ায় ২১ এপ্রিল তাঁর লালারসের নমুনার সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান হয়। পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তারপরই শোরগোল পড়ে যায় মন্ত্রকের অন্দরে। তড়িঘড়ি মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অসামরিক বিমান মন্ত্রকের এক কর্তা বলেন, "খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রটোকল মেনে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যে সব কর্মীরা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের অবিলম্বে কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছে। আর অন্য কোনও কর্মী ওঁর সংস্পর্শে এসেছিলেন কি না, তা-ও খোঁজ নিয়ে দেখা হচ্ছে।"
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী ট্যুইট করে বলেছেন, "করোনাভাইরাসে আক্রান্ত ওই কর্মীর পাশে আমরা সবাই রয়েছি। তাঁকে সব রকমের মেডিকেল এবং অন্যান্য সাহায্য করা হচ্ছে। যাঁরা ওঁর কাছাকাছি কাজ করতেন, তাঁদেরও পৃথক করা হয়েছে। আমি তাঁর জন্য শক্তি এবং দ্রুত আরোগ্য প্রার্থনা করছি।"
SHALINI DATTA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aviation employee, Corona positive