• Home
 • »
 • News
 • »
 • coronavirus-latest-news
 • »
 • অন্ধকারে আলোর বার্তা! হাসপাতালের ফ্লোরে নাচছেন করোনা রোগীরাই, ভাইরাল ভিডিও

অন্ধকারে আলোর বার্তা! হাসপাতালের ফ্লোরে নাচছেন করোনা রোগীরাই, ভাইরাল ভিডিও

হাসপাতালের ফ্লোরে নাচছেন করোনা রোগীরা।

হাসপাতালের ফ্লোরে নাচছেন করোনা রোগীরা।

ঘরবন্দি মানুষ অবসাদ আর দুরাশার দিনে এই ভিডিও থেকেই পাচ্ছেন বাঁচার অনুপ্রেরণা।

 • Share this:

  #বেঙ্গালুরু: করোনার ভয়ে কাবু  একশো তেত্রিশ কোটি দেশবাসীকে বেঁচে থাকার মন্ত্র দিলেন উপসর্গবিহীন করোনা রোগীরাই। নেচে, গেয়ে মাতিয়ে তুললেন হাসপাতালের ওয়ার্ড। সেই ভিডিওই এখন ভাইরাল। ঘরবন্দি মানুষ অবসাদ আর দুরাশার দিনে এই ভিডিও থেকেই পাচ্ছেন বাঁচার অনুপ্রেরণা।

  কর্ণাটকের বেরালি ডেন্টাল কলেজের ঘটনা। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, সেখানেই এ দিন বলিউডি গানের তালে তালে নাচে মেতে ওঠেন উপসর্গবিহীন করোনা রোগীরা। তাঁদের সঙ্গে পা মেলান চিকিৎসকরাও।

  ১৯ জুলাই ভিডিওটি শেয়ার করার পর এক লক্ষেরও বেশি মানুষ সেই ভিডিওটি দেখেছেন। করোনা কি আমারও প্রাণ নেবে, এই প্রশ্নটি যখন প্রতিটি সুস্থ মানুষকেও প্রতি মুহূর্তে উদ্বিগ্ন করে রাখছে, তখন এই ভিডিও অক্সিজেন জুগিয়েছে সন্ত্রস্ত সাধারণ নাগরিকের মনে। উল্লেখ্য করোনা বিধি মেনেই এই নাচের আসর বসানো হয়েছিল হাসপাতালের ফ্লোরে।

  দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ৫৫ হাজার ১৯১। বহু মানুষেরই আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে এই সময়ে। নেটিজেনরা বলছেন একদিকে কোভিড যোদ্ধাদের স্ট্রেস কাটানো, অন্য দিকে কোভিড আক্রান্তদের ভরসা দেওয়া, দু’টি কাজই সাফল্যের সঙ্গে করেছেন এই কোভিড রোগীরা

  Published by:Arka Deb
  First published: