#গুয়াহাটি: করোনা সংক্রমণ রুখতে ফের একবার রাজ্যের রাজধানী গুয়াহাটিতে কড়া লকডাউনের পথে হাঁটল অসম সরকার৷ শুক্রবার সন্ধে ৭টা থেকে ১২ ঘণ্টা করে নাইট কারফিউ জারি হয়ে যাচ্ছে গোটা রাজ্যে৷ আর আগামী সোমবার থেকে ১৪ দিনের জন্য পুরোপুরি লকডাউন জারি হচ্ছে কামরূপ (মেট্রো) জেলায়৷ এই কামরূপ জেলার মধ্যেই পড়ে গুয়াহাটি শহরের একাংশ৷ অসমের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা এমনই জানিয়েছেন৷
অসম সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার মাঝরাত থেকেই কামরূপ জেলায় কড়া লকডাউন জারি হতে চলেছে৷ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এই লকডাউনে প্রথম সাতদিন মুদিখানার দোকান, সবজি সহ অন্যান্য জরুরি সামগ্রীর সরবরাহেরও অনুমতি দেওয়া হবে না৷ অসমের স্বাস্থ্যমন্ত্রীর মতে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া তাঁদের কাছে আর অন্য কোনও পথ খোলা ছিল না৷
গত ১৫ জুন থেকে গুয়াহাটিতে ৭৬২টি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে৷ আক্রান্তদের মধ্যে ৬৭৭ জনেরই গুয়াহাটির বাইরে যাওয়ার খবর পাওয়া যায়নি৷ তবে তাঁদের মধ্যে অনেকেই ভিন রাজ্য ফেরত ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন৷ বৃহস্পতিবারও রাজ্যে যে ২৭৬ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে, তাঁদের মধ্যে ১৩৩ জনই গুয়াহাটির৷
গুয়াহাটি ছাড়া অন্যান্য শহর এবং পুর এলাকাগুলিতে ২৭ জুন থেকে সপ্তাহান্তে পুরোপুরি লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার৷ লকডাউনের নির্দেশ কার্যকর হওয়ার প্রথম সাতদিন পরিস্থিতি পর্যালোচনা করবে সরকার৷ সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assam, Coronavirus, Guwahati, Lockdown