• Home
  • »
  • News
  • »
  • coronavirus-latest-news
  • »
  • অশোক ভট্টাচার্যের কোভিড রিপোর্ট ফের পজিটিভ! আপাতত ৩ চিকিৎসকের মনিটরিংয়ে আইসিইউতেই

অশোক ভট্টাচার্যের কোভিড রিপোর্ট ফের পজিটিভ! আপাতত ৩ চিকিৎসকের মনিটরিংয়ে আইসিইউতেই

 স্থিতিশীল প্রশাসক মণ্ডলীর আর এক সদস্য মুকুল সেনগুপ্তও। তিনিও অশোক ভট্টাচার্যের সংস্পর্শে এসেছিলেন। প্রধাননগরের একটি বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন।

স্থিতিশীল প্রশাসক মণ্ডলীর আর এক সদস্য মুকুল সেনগুপ্তও। তিনিও অশোক ভট্টাচার্যের সংস্পর্শে এসেছিলেন। প্রধাননগরের একটি বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন।

স্থিতিশীল প্রশাসক মণ্ডলীর আর এক সদস্য মুকুল সেনগুপ্তও। তিনিও অশোক ভট্টাচার্যের সংস্পর্শে এসেছিলেন। প্রধাননগরের একটি বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন।

  • Share this:

#শিলিগুড়ি: ফের দুই করোনা আক্রান্তের মৃত্যু হল শিলিগুড়িতে। একজন আক্রান্তের গ্রাফে শীর্ষে থাকা ৪৬ নং ওয়ার্ডের বাসিন্দা। এর আগেও ওই ওয়ার্ডে আক্রান্তের মৃত্যু হয়েছে। অন্যজন শহরের প্রাণকেন্দ্র ১৭ নং ওয়ার্ডের বাসিন্দা। এই প্রথম এই ওয়ার্ডে মৃত্যু হল আক্রান্তের। প্রতিদিনই শহরে আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটছে। এনিয়ে শিলিগুড়িতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩! গত ১৭ জুন থেকে আজ পর্যন্ত ৯ আক্রান্তের মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই উদ্বেগে শহরবাসী।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মৃতেরা অধিকাংশই ষাটোর্দ্ধ! এদিকে আজ ফের কোভিডের জন্য পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্যের সোয়াবের নমুনা নেওয়া হয়। রিপোর্ট পজিটিভ এসছে। তবে অন্য শারিরীক পরীক্ষার রিপোর্ট ভালো। এমনকী আজ আর বাইপ্যাপ পদ্ধতিতে অক্সিজেন দিতে হয়নি। স্বাভাবিকভাবেই অক্সিজেন নিয়েছেন। তিন সদস্যের মেডিকেল টিমের মনিটরিংয়েই রয়েছেন তিনি। স্বাভাবিক খাবার খেয়েছেন। পরিবারের লোকেদের সঙ্গে মোবাইল ফোনে কথাও বলেছেন। আপাতত আইসিইউতেই চিকিৎসা চলবে তাঁর।

নবান্নও শিলিগুড়ির বিধায়কের শারিরীক অবস্থার প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছে বলে জানা গিয়েছে। স্থিতিশীল প্রশাসক মণ্ডলীর আর এক সদস্য মুকুল সেনগুপ্তও। তিনিও অশোক ভট্টাচার্যের সংস্পর্শে এসেছিলেন। প্রধাননগরের একটি বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন।

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ জন। প্রত্যেকেই পুরসভা এলাকার বাসিন্দা। আক্রান্তের গ্রাফে দ্বিতীয়তে থাকা ২৮ নং ওয়ার্ডে নতুন করে ৩ জনের রিপোর্ট পজিটিভ এসছে। বাকিরা পুরসভারই ২, ৩, ৪, ১৭ নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে। আক্রান্তের গ্রাফ কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নেই। আর শহরেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর সে কথা মাথায় রেখেই এক এক করে কড়া লকডাউন শুরু হয়েছে শহরের মার্কেটগুলোতে। ২৮ নং ওয়ার্ডের শিলিগুড়ি হাটও বুধ ও রবিবারে বন্ধ থাকবে বলে জানিয়েছে বৃহত্তর শিলিগুড়ি খুচরো ব্যবসায়ী সমিতি। পরিস্থিতির মোকাবিলায় তৈরী পুরসভাও!

Partha Pratim Sarkar

Published by:Elina Datta
First published: