#নয়াদিল্লি: দিল্লির মু্খ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলো৷ এ দিন তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর দিল্লি প্রশাসনও অনেকটা স্বস্তিতে৷ কারণ যেভাবে দিল্লিতে করোনার দাপট বাড়ছে তাতে খোদ মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হলে সরকার এবং প্রশাসনের উপর চাপ তো বাড়তই, তাদের মনোবলও ধাক্কা খেতো৷
গত রবিবার থেকে কেজরিওয়ালের শরীর খারাপ হতে শুরু করে৷ জ্বরের সঙ্গে কাশির সমস্যা দেখা দেয়৷ কোনও ঝুঁকি না নিয়ে নিজেকে আইসোলেশনে রাখেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ সবরকম বৈঠকও বাতিল করে দেন তিনি৷
এ দিন কেজরিওয়ালের লালারসের নমুনা সংগ্রহ করা হয়৷ সোমবার তাঁর শারীরিক সমস্যা বেড়েছিল বলে খবর মিললেও এ দিন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীলই ছিল৷ দ্রুত তাঁর করোনা পরীক্ষা করিয়ে রিপোর্ট আনার ব্যবস্থা করা হয়৷ শেষ পর্যন্ত সেই রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তিতে দিল্লি সরকারও৷ কেজরিওয়াল নিজেকে আইসোলেশনে রাখায় উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াই দায়িত্ব সামলাচ্ছিলেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।