Home /News /coronavirus-latest-news /
সাড়া দিচ্ছে না যোগী সরকার,পরিযায়ী শ্রমিকদের নিয়ে সীমান্তে আটকে ১৩৫টি বাস

সাড়া দিচ্ছে না যোগী সরকার,পরিযায়ী শ্রমিকদের নিয়ে সীমান্তে আটকে ১৩৫টি বাস

এভাবেই সার বেঁধে দাঁড়িয়ে আছে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস।

এভাবেই সার বেঁধে দাঁড়িয়ে আছে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস।

রবিবার বিকেলে সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে, পরিযায়ী শ্রমিক বোঝাই ১৩৫টি বাস রাজস্থান-উত্তরপ্রদে সীমান্তে থমকে রয়েছে।

 • Share this:

  #উত্তরপ্রদেশ: সারা দেশেই আক্ষরিক লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক রাস্তায়। লকডাউনে খাবার-সঞ্চয় সর্বস্ব শেষ হওয়ায় প্রাণ বাঁচাতে বাড়িমুখী হয়েছেন তাঁরা। অনেকে রাস্তাতেই ঢলে পড়েছেন মৃত্যুর কোলে। কেউ আবার কয়েকশো কিলোমিটার হেঁটে ভিটেয় পা রেখেছেন। এই অবস্থায় পথে নামে কংগ্রেস। বহু রাজ্যেই দায়িত্ব নিয়ে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর কাজ শুরু করে কংগ্রেস। রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধিকে বারবার সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়। শনিবারই প্রিয়ঙ্কা যোগী আদিত্যনাথকে চিঠিতে লেখেন, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চান তাঁরা। তাঁদের বাসকে যেন রাজ্য ছাড়ার অনুমতি দেওয়া হয়।

  রবিবার বিকেলে সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে, পরিযায়ী শ্রমিক বোঝাই ১৩৫টি বাস রাজস্থান-উত্তরপ্রদে সীমান্তে থমকে রয়েছে। সেই বাসগুলিকে রাজ্য ছাড়ার ব্যাপারে অনুমতি দেওয়া হয়নি যোগী রাজ্যের তরফে।

  রাজস্থান-উত্তরপ্রদেশ সীমান্তে ভরতপুর অঞ্চলে এখন ওই বাসগুলি দাঁড়িয়ে রয়েছে। সংবাদমাধ্যমকে রাজস্থানের মন্ত্রী সুভাষ গর্গ জানান, "প্রিয়ঙ্কা গান্ধি এই বাসগুলির ব্যবস্থা করেছেন। যোগী আদিত্যনাথের থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর অনুমতিও চাওয়া হয়েছে। এখনও সেই অনুমতি না মেলায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে বাসগুলি দাঁড়িয়ে রয়েছে।"

  Published by:Arka Deb
  First published:

  Tags: Coronavirus, COVID-19, Migrant labour

  পরবর্তী খবর