'Arogya Setu অ্যাপ একটি অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা,' ট্যুইট রাহুলের

ওই পরিযায়ী শ্রমিকদের দলে থাকা মহেশ কুমার নামে এক ব্যক্তি বলেন, 'রাহুল গান্ধি এসে আমাদের সঙ্গে দেখা করেন। আমাদের সমস্যা নিয়ে খোঁজ খবর নেন। প্রায় পঞ্চাশ দিন হয়ে গেল আমাদের কোনও কাজ নেই। উনি কথা দিয়েছেন আমাদের সাহায্য করবেন। কেউ তো অন্তত আমাদের খবর নিতে এল।' PHOTO- FILE

এ বার অ্যাপটির নিরাপত্তার প্রশ্ন তুলে ট্যুইট করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷

 • Share this:

  #নয়াদিল্লি: দেশে ও এলাকায় কত জন করোনা আক্রান্ত, করোনা উপসর্গ কত জনের, এই যাবতীয় তথ্য পেতে কেন্দ্রীয় সরকার আরোগ্য সেতু নামে একটি অ্যাপ লঞ্চ করেছে৷ ইতিমধ্যেই এই অ্যাপ সরকারি কর্মীদের মোবাইলে ইনস্টল করা আবশ্যিক করেছে কেন্দ্র৷ একই সঙ্গে বেসরকারি চাকরিজীবী ও কন্টেনমেন্ট জোনেও বাসিন্দাদেরও এই অ্যাপ ইনস্টল করা বাধ্যতামূলক করেছে কেন্দ্র৷ এ বার অ্যাপটির নিরাপত্তার প্রশ্ন তুলে ট্যুইট করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷

  আরোগ্য সেতু অ্যাপ-এর মাধ্যমে দেশের প্রতিটি ব্যক্তির গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছে বলে ট্যুইটারে দাবি করলেন রাহুল৷ তাঁর ট্যুইট, 'আরোগ্য সেতু অ্যাপ একটি উন্নতমানের নজরদারি ব্যবস্থা৷ একটি বেসরকারি সংস্থাকে আউটসোর্স করা হয়েছে৷ গুরুতর ভাবে তথ্য নিরাপত্তা লঙ্ঘন ও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চিন্তার বিষয়৷ প্রযুক্তি আমাদের সুরক্ষিত করে, কিন্তু নাগরিককে না জানিয়ে তাঁর গতিবিধিতে গোপনে নজরদারি চালানো ঠিক নয়৷ মানুষের ভয়ের সুযোগ নেওয়া ঠিক নয়৷'

  দেশে করোনা আক্রান্তদের উপর নজরদারি চালাতে এ বছর এপ্রিলের শুরুতে আরোগ্য সেতু অ্যাপটি লঞ্চ করে কেন্দ্র৷ ব্লুটুথ এবং জিপিএস-এর মাধ্যমে অ্যাপ ব্যবহারকারীর গতিবিধির উপর নজর রাখা হয়। অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোর এবং আইফোনে অ্যাপল স্টোরে গিয়ে Aarogya Setu লিখে সার্চ করলেই অ্যাপটি পাওয়া যায়।

  Published by:Arindam Gupta
  First published: