#নয়াদিল্লি: প্রত্যাশামতোই লকডাউনের মেয়াদ বাড়ানো হল সারা দেশজুড়েই ৷ ৩ মে পর্যন্ত বাড়ল লকডাউন ৷ প্রধানমন্ত্রী মঙ্গলবার তাঁর ভাষণে বলেন, ‘স্থানীয় স্তরে একজনও সংক্রমিত হওয়া চলবে না। এই কারণে হটস্পটগুলিকে চিহ্নিত করে আরও বেশি সতর্ক হয়ে কাজ করতে হবে ৷ নজর রাখতে হবে সম্ভাব্য হটস্পটগুলিতেও। আগামী এক সপ্তাহ আমরা করোনার বিরুদ্ধে লড়াই আরও জোরদার করব।
Here are the seven things PM @narendramodi has urged all Indians to follow as the lockdown extends till May 3rd.
Follow live updates: https://t.co/C5IkFxnK91 #IndiaFightsCOVID19 #CoronavirusPandemic pic.twitter.com/nndU9PvP8C — News18.com (@news18dotcom) April 14, 2020
প্রধানমন্ত্রী এদিন আরও জানান, ২০ এপ্রিল পর্যন্ত প্রতিটি এলাকায় বাড়িতে মূল্যায়ণ হবে। যে অঞ্চলে হটস্পট কমবে, সেখানে বিশেষ অনুমতি মিলবে৷ নতুন হটস্পট হলে আমাদের দায়িত্ব ও পরীক্ষা আরও বেড়ে যাবে ৷ যে স্থানগুলি হটস্পটে পরিণত হতে পারে, সেগুলির উপরেও কড়া নজর রাখতে হবে ৷ হটস্পটগুলিকে নির্ধারিত করে আগের থেকেও আরও কঠোর ভাবে নিয়ন্ত্রণ করতে হবে ৷
৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে করোনার প্রভাবমুক্ত এলাকায় কিছুটা ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। অন্য় দিকে করোনার হটস্পটগুলিতে আরও কঠোর ভাবে লকডাউনের নিয়ম কার্যকরী হতে পারে। এ বিষয়ে আগামিকাল, বুধবারই গাইডলাইন জারি করবে কেন্দ্র।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, PM Modi