#নয়াদিল্লি: ১৪ এপ্রিল ৷ ওই দিনের দিকেই এখন তাকিয়ে বসে আছে গোটা দেশ ৷ কারণ ওই দিনেই সরকারের আগের ঘোষণা মতো লকডাউনের শেষ দিন ৷ দেশজুড়ে চলা ২১ দিনের লকডাউনে ১৪ এপ্রিল, মঙ্গলবারই শেষ দিন ৷ ওই দিনেই আবার ভারতীয় সংবিধানের জনক ডঃ বি আর আম্বেডকরের জন্মদিন ৷ তাই ১৪ এপ্রিল গোটা দেশে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ছুটি।
কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে ১৪ এপ্রিল মঙ্গলবার গোটা দেশে যত কেন্দ্রীয় সরকারি অফিস, শিল্প সংস্থা রয়েছে সব ছুটি থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, Section 25 of the Negotiable Instruments Act, 1881 এই ছুটি দেওয়া হচ্ছে। তবে লকডাউনের মধ্যে কোভিড-১৯ মোকাবিলায় যে সব জরুরি পরিষেবা চালু রয়েছে তা বন্ধ থাকবে না ওই দিন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।