হোম /খবর /দেশ /
১৪ এপ্রিল ছুটি ঘোষণা করল কেন্দ্রীয় সরকার

১৪ এপ্রিল ছুটি ঘোষণা করল কেন্দ্রীয় সরকার

সুপারইন্ডিটেন্ডিং ইঞ্জিনিয়ার (Superintending Engineer) শূন্যপদ-১। আবেদনের জন্য প্রার্থীর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক ডিগ্রি থাকা আবশ্যক। এছাড়া কমপক্ষে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ৫০ বছরের কম ৷ এই পদের জন্য বেতন মিলবে - ১,২৩,১০০-২,১৫,৯০০। Representational Image

সুপারইন্ডিটেন্ডিং ইঞ্জিনিয়ার (Superintending Engineer) শূন্যপদ-১। আবেদনের জন্য প্রার্থীর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক ডিগ্রি থাকা আবশ্যক। এছাড়া কমপক্ষে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ৫০ বছরের কম ৷ এই পদের জন্য বেতন মিলবে - ১,২৩,১০০-২,১৫,৯০০। Representational Image

দেশজুড়ে চলা ২১ দিনের লকডাউনে ১৪ এপ্রিল, মঙ্গলবারই শেষ দিন ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ১৪ এপ্রিল ৷ ওই দিনের দিকেই এখন তাকিয়ে বসে আছে গোটা দেশ ৷ কারণ ওই দিনেই সরকারের আগের ঘোষণা মতো লকডাউনের শেষ দিন ৷ দেশজুড়ে চলা ২১ দিনের লকডাউনে ১৪ এপ্রিল, মঙ্গলবারই শেষ দিন ৷ ওই দিনেই আবার ভারতীয় সংবিধানের জনক ডঃ বি আর আম্বেডকরের জন্মদিন ৷ তাই ১৪ এপ্রিল গোটা দেশে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ছুটি।

কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে ১৪ এপ্রিল মঙ্গলবার গোটা দেশে যত কেন্দ্রীয় সরকারি অফিস, শিল্প সংস্থা রয়েছে সব ছুটি থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, Section 25 of the Negotiable Instruments Act, 1881 এই ছুটি দেওয়া হচ্ছে। তবে লকডাউনের মধ্যে কোভিড-১৯ মোকাবিলায় যে সব জরুরি পরিষেবা চালু রয়েছে তা বন্ধ থাকবে না ওই দিন।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: B.R. Ambedkar Birthday, Coronavirus