#কলকাতা: করোনা পরিস্থিতিতে অ্যাপ ক্যাবে এসি চালাতে চাইছেন না চালকরা। সংস্থা থেকে নিষেধ না করলেও ভাইরাসের ভয়ে তাঁরা ক্যাবে এসি চালাতে নারাজ। এতে যাত্রীরা অস্বস্তিতে। আরামের অ্যাপ ক্যাবে বাড়ছে ভোগান্তি।
করোনার ভয়। তাই অ্যাপ ক্যাবে বন্ধ এসি। কেন্দ্রীয় সরকারের করোনাবিধিতে এমনটা নেই। সংস্থাগুলিও এসি বন্ধ করতে বলেনি। তবুও, চালকরা চালাতে নারাজ। যাত্রীরা বললে অনেকসময় চালাচ্ছেন। অনেক সময় আবার বচসা। এমনকী, শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে।
অনেকের আবার যুক্তি, এখন আয় অনেক কম। তাই, তেলের খরচ বাঁচাতে অনেকসময় এসি বন্ধ রাখছেন। অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড বলছে, কোভিড পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছেন চালকরা। প্রশাসনের নিষেধাজ্ঞা না থাকলেও চালকরা নিজে থেকেই বাড়তি সতর্ক।
এসবে যাত্রীরা ভোগান্তিতে। অনেক যাত্রী অবশ্য চালকদের পাশে। অনেক যাত্রীরই বক্তব্য, অ্যাপ ক্যাবে তো বেশি ভাড়া দিয়ে যেতে হয়। বেশি ভাড়া দেওয়া হয় যাতে বাড়তি স্বাচ্ছন্দ পাওয়া যায়। এসির ঠান্ডা পাওয়া যায়। সেই এসি যে করোনার কারণে চালানো যাবে না, এরকম নিষেধাজ্ঞা তো সরকার জারি করেনি। তা হলে কেন অ্যাপ ক্যাবের চালকরা এসি চালাবেন না?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: App Cab, Coronavirus