#মুম্বই : কোভিড সংকট নিয়ে স্বভাববিরুদ্ধভাবে বৃহস্পতিবার কেন্দ্রের বিপক্ষে গলা তুলেছিলেন এককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুণমুগ্ধ হিসেবে পরিচিত অভিনেতা অনুপম খের ৷ তবে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ভোল বদলে ফেললেন অভিনেতা। মোদি-বিরোধী মন্তব্যের ড্যামেজ কন্ট্রোলে উঠে পরে লাগলেন অনুপম খের ৷ ট্যুইটে লিখলেন, "যাঁরা কাজ করেন, তাঁদেরই ভুল হয় ৷"
শুক্রবারই ৬ লাইনের একটি হিন্দি কবিতা ট্যুইট করে মন্তব্যের সুর নরম করেন অনুপম খের ৷ তাঁর পোস্টে লেখা রয়েছে, "যাঁরা কাজ করেন, শুধু তাঁদেরই ভুল হয় ৷ যাঁরা অলসভাবে বসে বসে অন্যের খারাপ খুঁজে বেড়ান, তাঁদের জীবন খুব শিগগিরই সমাপ্তির পথে চলে আসে ৷"
गलती उन्हीं से होती है जो काम करते हैं, निकम्मों की ज़िंदगी तो दूसरों की बुराई खोजने में ही ख़त्म हो जाती है..:)
— Anupam Kher (@AnupamPKher) May 14, 2021
বিভিন্ন সময়ে সরকারের ঢাল হিসেবে গলা চড়াতে দেখা গিয়েছে অনুপম খেরকে ৷ তবে সম্প্রতি তাঁর গলাতেই শোনা যায় উল্টো সুর ৷ বলেন, কোভিড সংকটের সময়ে কিছুক্ষেত্রে নিজেদের কাজ ঠিকমতো করতে পারেনি কেন্দ্র ৷ কেন্দ্রকে বিঁধে উল্টো সুরে একটি বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে প্রবীণ অভিনেতা বলেন, "কিছুক্ষেত্রে জেদের কাজ ঠিকমতো করা থেকে পিছলে গিয়েছে কেন্দ্র...এ বার এটা তাদের বোঝার সময় হয়েছে এবং তাদের বোঝা উচিত শুধুমাত্র ভাবমূর্তি তৈরি করার থেকেও এখন অনের বেশি জরুরি মানুষের প্রাণ বাঁচানো৷
প্রসঙ্গত, এর আগেই কিন্তু সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন অনুপম। "সরকার কি কোভিড ত্রাণের থেকেও ভাবমূর্তি তৈরি করায় বেশি মনোযোগী হয়েছে? একটি সাক্ষাৎকারে এই প্রশ্নের জবাবে অনুপম খের বলেন, "আমার মনে হয় অনেক ক্ষেত্রেই এই সমালোচনার যথেষ্ট কারণ রয়েছে ৷ এই দেশের মানুষই সরকারকে নির্বাচন করেছে ৷ কাজেই তাদের এই অবস্থায় মানু৷ষের জন্য কিছু করা উচিত ৷ যে ব্যক্তির উপর এই সব ঘটনার প্রভাব পড়বে না, তিনি অমানবিক ৷ দেহ ভাসছে...তবে একে নিজেদের স্বার্থসিদ্ধিতে কাজে লাগানোও কোনও রাজনৈতিক দলের ঠিক না ৷"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anupam kher, Corona. COVID 19, Narendra Modi