#মুম্বই: সারা বিশ্ব জুড়ে করোনা আতঙ্ক। করোনা ছোঁয়াচে রোগ। আর সেটাই প্রধান ভয়ের কারণ । তাছাড়া এই ভাইরাসের এখনও কোনও সঠিক চিকিৎসা বা টিকা আবিষ্কার হয়নি। সেই জন্যই সব দেশের সরকার এমনকি ভারত সরকারও সবাইকে হোম কোয়ারেন্টাইন বা ঘরে বন্দি হয়ে থাকতে বলেছেন। যাতে এই রোগ ছড়ানো যতটা সম্ভব আটকানো যায়। বলিউডের সব তারকারাই নিজেদের হোম কোয়ারেন্টাইনে রেখেছেন।
নিয়ম মেনেই অনুপম খেরও রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। তবে অনিল কাপুর যা করলেন তা সত্যিই মজার। অনিল কাপুর চলে গেলেন অনুপমের বাড়ির সামনে। তারা একে অপরের প্রতিবেশী। বাড়ির সামনে গিয়ে অনুপম খেরকে নীচে আসতে বলেন অনিল কাপুর। কিন্তু কিছুতেই নীচে এলেন না অনুপম। এমনকি অনিল কাপুরকেও ঢুকতে দিলেন না নিজের বাড়িতে। কি আর করা অনিল বাড়ির নীচে দাঁড়িয়েই গান ধরলেন, "তেরে ঘরকে সামনে এক ঘর বানায়ুঙ্গা"। গান গেয়ে চলে গেলেন। অনুপম খের এই ভিডিও সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন, " আমার সব থেকে প্রিয় মানুষটাকেও আমি বাড়িতে ঢুকতে দিলাম না। ভালবাসা দেখানোর তো এটাই সময়। কাউকে সত্যি ভালবেসে থাকলে নিজেকে সবার থেকে আলাদা করো।" করোনা ভাইরাসের জন্যই এমনটা করলেন অভিনেতা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anil kapoor, Anupam kher, Coronavirus