Partha Sarkar
#শিলিগুড়ি: করোনার প্রভাব বাড়ছে দেশ জুড়ে। বেড়েছে করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যাও। করোনা প্রতিরোধে লকডাউন চলছে সর্বত্র। আরো এক সপ্তাহ চলবে লকডাউন। শীঘ্রই করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীসভা বৈঠকে বসছে। কথা বলবে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। লকডাউনের মেয়াদ কি বাড়তে চলেছে? অন্তত গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্যে তেমনই ইঙ্গিত মিলেছে। তবে এখোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু এই লকডাউনের জেরে সমস্যায় পড়েছে অসহায়, দুঃস্থ মানুষেরা। যাঁদের সংসার চলে প্রতিদিনের রোজগারের মধ্য দিয়ে। কিন্তু লকডাউনের জেরে ঘরেই বন্দী দিনমজুর থেকে রিক্সাওয়ালা, ভ্যান চালক, পিকআপ ভ্যান চালক থেকে টোটো চালকেরা। সরকারের পক্ষ থেকে রেশন দেওয়া হচ্ছে বিনামূল্যে। বহু রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রান তুলে দেওয়া হচ্ছে। কখনও রান্না করা খাবার। আবার কখনও বা চাল, ডাল, তেল, লবন, আটা, সোয়াবিন, মশলাপাতি প্যাকেট করে বিলি করা হচ্ছে।
তবুও বহু মানুষ অনাহারে রয়েছেন বলে অভিযোগ উঠেছে৷ ভারত সেবাশ্রম সংঘ, ইস্কন মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতিমধ্যেই ত্রাণ বিলি চালু করা হয়েছে। আজ থেকে শিলিগুড়ির রাস্তায় পথে নামল আনন্দময়ী কালিবাড়ি সমিতি। রান্না করা খাবার তৈরী করে তা তুলে দেওয়া হয় অসহায়দের মুখে। এদিন ৭ নম্বর ওয়ার্ডের একটি সেবা আশ্রমের আবাসিকদের হাতে তুলে দেওয়া হয় খাবারের প্যাকেট। পাশাপাশি ভক্তিনগর ট্র্যাফিক গার্ডের পুলিশ কর্মীদের মাধ্যমে খাবার বিলি করা হয়। এ দিন এক হাজার খাবারের প্যাকেট বিলি করা হয়। আনন্দময়ী কালিবাড়ি সমিতির সম্পাদক ভাস্কর বিশ্বাস জানান, আজ থেকেই এই প্রক্রিয়া শুরু হল। টানা দুঃস্থদের মধ্যে খাবার বিলি করা হবে। যেখান থেকে চাহিদা আসবে, সেখানেই পৌঁছে দেওয়া হবে খাবারের প্যাকেট। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রক্রিয়া চালু রাখা হবে বলে তিনি জানান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।