#মুম্বই: হাতে আর দু'দিন৷ তারপরেই বিশ্ব জুড়ে পালিত হবে প্রেম দিবস, ওরফে ভ্যালেন্টাইন'স ডে (Valentine's Day 2021)৷ বিশেষ এই দিনে প্রেমিক বা প্রেমিকাকে কী দেওয়া যেতে পারে, এই একটা বিষয় অনেকেরই চিন্তার শেষ থাকে না৷ তবে করোনা কালে প্রেমের উপহারও হোক সময়পোযোগী৷ এমনটাই বলছে নাকি ফাইজার (Pfizer)! তাদের পরামর্শ এবারের ভ্যালেন্টাইন'স ডে-তে প্রিয় মানুষকে দেওয়া হোক ফাইজারের করোনা টিকা (Corona Vaccine)৷
ফাইজারের নাম নিয়ে তৈরি হওয়া এই প্যারোডি বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে৷ ভাইরাল এই কন্টেন্ট মন ছুঁয়ে নিয়েছে আনন্দ মহীন্দ্রার (Anand Mahindra)৷ মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা লিমিটেডের চেয়ারম্যান এই বিজ্ঞাপন ট্যুইট করে ট্যাগ করেছেন সিরাম ইনস্টিটিউটের (Serum Institute) সিইও আদর পুনাওয়ালাকে৷ (Adar Poonawalla)৷ মহীন্দ্রা প্রধান তাঁর ট্যুইটে লিখলেন, "হিলারিয়াস (অত্যন্ত মজাদার)! আদর পুনাওয়ালা দেখ তোমার কাছে রেডিমেড বিজ্ঞাপন রয়েছে৷ টিকা আজীবনের..."
Hilarious. @adarpoonawalla you have a readymade advertising brief. Vaccines are forever... pic.twitter.com/smFjCBTH6l
— anand mahindra (@anandmahindra) February 11, 2021
আনন্দ মহিন্দ্রা ট্যুইটারে ভীষণ সক্রিয়৷ তিনি সদ্যই এক দুর্দান্ত কাজ করেছেন৷ অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের নেপথ্যে ছিলেন ভারতীয় দলের ৬ তরুণ তুর্কি ক্রিকেটার৷ অজিভূমে ইতিহাস লেখার জন্য মহম্মদ সিরাজ, নবদীপ সাইনি, শার্দূল ঠাকুর, টি নটরাজন, ওয়াশিংটন সুন্দর ও শুভমান গিলকে Mahindra Thar SUV উপহার দিয়েছেন তিনি৷
পুনাওয়ালার আজ আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেইনতুন বছরের শুরুতেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার (Oxford-AstraGeneca) ফর্মুলা মেনে পুণের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে তৈরি হওয়া করোনা টিকা কোভিশিল্ডের (Covishield) ছাড়পত্র মেলে দেশে। আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহারের জন্য কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা একে ছাড়পত্র দেয়। বলা যেতে পারে এটিই প্রথম সংস্থা যার তৈরি করোনা ভ্যাকসিন ভারতে ছাড়পত্র পায়। সৌজন্যে পুনাওয়ালা