Home /News /coronavirus-latest-news /
করোনায় আক্রান্ত অভিষেক বচ্চনও! আরোগ্য কামনায় গোটা বলিউড

করোনায় আক্রান্ত অভিষেক বচ্চনও! আরোগ্য কামনায় গোটা বলিউড

করোনায় আক্রান্ত অভিষেক বচ্চনও।

করোনায় আক্রান্ত অভিষেক বচ্চনও।

অভিষেক ট্যুইটারে লিখেছেন, "আমি এবং আমার বাবা দু'জনেই করোনায় আক্রান্ত। আমাদের দু'জনের শরীরে মৃদু উপসর্গ রয়েছে।"

 • Share this:

  #মুম্বই: শুধু অমিতাভ বচ্চনই নয়, করোনায় আক্রান্ত অমিতাভ-পুত্র তথা বলিউড অভিনেতা অভিষেক বচ্চনও। তাঁকেও শনিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজস্ব ট্যুইটার হ্যান্ডেলে এই তথ্য জানিয়েছেন অভিষেক।

  অভিষেক ট্যুইটারে লিখেছেন, "আমি এবং আমার বাবা দু'জনেই করোনায় আক্রান্ত। আমাদের দু'জনের শরীরে মৃদু উপসর্গ রয়েছে।"

  তিনি আরও জানান, "আমরা জানতে পেরেছি আমাদের পরিবারের সকলের এবং সংশ্লিষ্ট কর্মীদের করোনা পরীক্ষা হয়েছে। আমি সকলকে শান্ত থাকতে অনুরোধ করছি। কেউ অযথা ভয় পাবেন না।"

  এ দিন অমিতাভ এবং অভিষেক বচ্চন ট্যুইট করার পরই তাঁদের আরোগ্য কামনা করে বার্তা আসতে শুরু করে গোটা বলিউড থেকে । পিতা-পুত্রের দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দেন সঞ্জয় দত্ত, রাজকুমার রাও, কঙ্গনা রানওয়াত, সোনু সুদ, সোনম কাপুর, কৃতি শ্যাননরা।

  শনিবার সন্ধ্যায় অমিতাভ বচ্চনকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অমিতাভ করোনায় আক্রান্ত হওয়ার খবর নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর গোটা পরিবার ও কর্মীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। শেষ দশ দিনে সংসর্গে এসেছেন এমন সকলকে করোনা পরীক্ষার অনুরোধ জানান অমিতাভ বচ্চন।

  Published by:Arka Deb
  First published:

  Tags: Abhishek Bachchan, Coronavirus, COVID19

  পরবর্তী খবর