#নয়াদিল্লি: লকডাউন পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ গোটা দেশে জরুরি পণ্যের সরবরাহ ঠিক মতো হচ্ছে কিনা এবং পরিযায়ী শ্রমিকদের অবস্থা নিয়েই মূলত খোঁজখবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ পাশাপাশি, দিল্লির নর্থব্লকে স্বরাষ্ট্রমন্ত্রক যে কোভিড ১৯ ওয়ার রুম খুলেছে, তার কাজকর্মও পর্যালোচনা করেন অমিত শাহ৷
বৈঠকে আধিকারিকরা স্বরাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের দেখভালের জন্য যথাযথ ব্যবস্থা করা হয়েছে৷ তাঁদের শেল্টার হোমে রাখা হয়েছে৷ শেল্টার হোমগুলিতে যাতে বেশি সংখ্যক মানুষকে আশ্রয় দেওয়া যায়, সেই জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও জানানো হয় অমিত শাহকে৷
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে যে কন্ট্রোল রুম খোলা হয়েছে, তার মাধ্যমে গোটা দেশের লকডাউন পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে৷ ওই কন্ট্রোল রুমে ৩৬টি হেল্পলাইন নম্বর রয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে এই কন্ট্রোল রুমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ৷ ফলে, সেখানে ঠিকমতো কাজ হচ্ছে কিনা, সেই খবরও নেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ এ দিনের বৈঠকে দুই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেন রেড্ডি এবং নিত্যানন্দ রাইয়ের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লাও উপস্থিত ছিলেন৷
এ দিনই জম্মু কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিংয়ের সঙ্গে ফোনে কথা বলেন অমিত শাহ৷ যেভাবে গোটা জম্মু কাশ্মীরে পুলিশ লকডাউন সফল করেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করছে, তার প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ উপত্যকায় সন্ত্রাস দমনেও পুলিশের ভূমিকার প্রশংসা করেন তিনি৷ এ দিনই লকডাউন পরিস্থিতিতে মানুষের হয়রানি কমানোর উপায় বের করতে কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠীকে নিয়ে নিজের বাসভবনে বৈঠকে বসেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।