হোম /খবর /দেশ /
করোনা মুক্ত অমিত শাহ, রিপোর্ট নেগেটিভ, আপাতত থাকবেন হোম আইসোলেশনে

করোনা মুক্ত অমিত শাহ, রিপোর্ট নেগেটিভ, আপাতত থাকবেন হোম আইসোলেশনে

১৯ ডিেসম্বর মেদিনীপুর যাবেন অমিত শাহ৷ সেখানে জনসভা করার কথা তাঁর৷ এ ছাড়াও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে অমিত শাহের৷ ২০ তারিখ তিনি যাবেন বোলপুরে৷ বিশ্বভারতীতেও যাওয়ার কথা অমিত শাহের৷ সেখানে রোড শো করার কথা তাঁর৷

১৯ ডিেসম্বর মেদিনীপুর যাবেন অমিত শাহ৷ সেখানে জনসভা করার কথা তাঁর৷ এ ছাড়াও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে অমিত শাহের৷ ২০ তারিখ তিনি যাবেন বোলপুরে৷ বিশ্বভারতীতেও যাওয়ার কথা অমিত শাহের৷ সেখানে রোড শো করার কথা তাঁর৷

গত ২ অগাস্ট নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন অমিত শাহ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ নিজেই এ দিন ট্যুইট করে এ খবর জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ গত ২ অগাস্ট নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন অমিত শাহ৷ তার পর থেকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷

ট্যুইটারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, 'আজ আমার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে৷ আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং এই কদিন যাঁরাই আমার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন এবং আমার পরিবারের সদস্যদের সাহস জুগিয়েছেন তাঁদের প্রত্যেককে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি৷ চিকিৎসকদের পরামর্শে আরও কিছুদিন আমি হোম আইসোলেশনে থাকব৷'

একই সঙ্গে গুরুগ্রামের বেসরকারি হাসপাতালে যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা তাঁকে সুস্থ করে তুলেছেন, তাঁদেরকেও ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷মোদি মন্ত্রিসভায় প্রথম অমিত শাহই করোনা আক্রান্ত হন৷ সেই কারণে রাম মন্দিরের ভূমি পুজোতেও অংশ নিতে যেতে পারেননি তিনি৷ অমিত শাহের পরে অবশ্য কেন্দ্রীয় মন্ত্রিসভার আরও বেশ কয়েকজন সদস্যের করোনা সংক্রমণ ধরা পড়ে৷ তবে হাসপাতালে ভর্তি থাকলেও সেখান থেকেই মন্ত্রকের কাজকর্ম দেখাশোনা করছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Amit Shah, Coronavirus