#নয়াদিল্লি: ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশানের মুখপাত্রদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পরে চিকিৎসকদের আশ্বস্ত করলেন স্বরষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুরোধ রাখলেন,প্রতিবাদ তুলে নিতে। যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্যে সরকার তাঁদের পাশে রয়েছে, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর।
সংক্রমণের সঙ্গে লড়াই করার প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জা নেই। একের পর এক চিকিৎসক, নার্স হয়ে কোভি়ড১৯ আক্রান্ত হচ্ছেন। এই আবহে বেঁকে বসেছিলেন চেন্নাইয়ের রাজীব গান্ধি হাসপাতাল ও মাদ্রাজ মেডিক্যালের চিকিৎসকরা। প্রতিবাদ জানাতে থাকেন অন্যান্য রাজ্যের চিকিৎসকরাও। এই আবহেই ২২ এপ্রিল এবং ২৩ এপ্রিল প্রতীকী প্রতিবাদের পরিকল্পপনা করেন আইএমএ।এই অশান্তি থামতেই আবহে নামেন শাহ।
বুধবার এক ভিডিও কনফারেন্সের চিকিৎসকদের কাজের ভূয়সী প্রশংসা করেন শাহ। তিনি আশ্বাস দিয়ে বলেন, চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখবে সরকার।বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও। উভয়েই অনুরোধ করেন এই পরিস্থিতিতে কোনও রকম বিক্ষোভ কর্মসূচি না চালাতে। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেবে সরকার। বৈঠকের পরে আইএমএ-এর তরফে জানানো হয়, স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের ওপর ভরসা করেই কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে আইএমএ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19, করোনা ভাইরাস