#ওয়াশিংটন: অবশেষে মাস্ক পরতে রাজি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ করোনা থেকে বাঁচতে বিশেষজ্ঞরা বার বার মাস্ক পরার পরামর্শ দিলেও তা কানে তোলেননি ডোনাল্ড ট্রাম্প৷ করোনা সংক্রমণে গোটা আমেরিকা বিধ্বস্ত হয়ে পড়লেও নিজের অবস্থানে অনড় থেকেছেন ট্রাম্প৷ শনিবার একটি সেনা হাসপাতাল পরিদর্শনে যাওয়ার সময় তিনি মাস্ক পরবেন বলে জানা গিয়েছে৷
গত চব্বিশ ঘণ্টায় আমেরিকায় আরও ৬৩,২৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ যার ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে৷ মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৩ হাজারের বেশি মানুষের৷
শনিবার মেরিল্যান্ড প্রদেশের বেথেসডাতে একটি সেনা হাসপাতাল পরিদর্শনে যাবেন ট্রাম্প৷ জেদ ছেড়ে মাস্ক পরেই তিনি সেনা হাসপাতালে যাবেন বলে নিজেই একটি সাক্ষাৎকারে জানিয়েছেন ট্রাম্প৷
বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমাদের গুরুতর আহত কয়েকজন সেনাকে দেখতে আমি ওয়াল্টার রিড হাসপাতালে যাচ্ছি৷ এর পাশাপাশি কোভিডকে রুখতে যাঁরা লড়াই করছেন, তাঁদের সঙ্গেও দেখা করব৷ এবার হয়তো আমি মাস্ক পরেই যাব৷ কারণ হাসপাতালে গেলে সেটাই সঠিক পদক্ষেপ হবে৷'
মার্চ মাসের শুরুতে যখন আমেরিকায় করোনা সংক্রমণ ছড়াতে শুরু করে, তখনই দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মার্কিন প্রেসিডেন্টকেও মাস্ক পরা বা মুখ ঢেকে রাখার পরামর্শ দিয়েছিলেন৷ কিন্তু তাতে আমল দেননি ট্রাম্প৷ সরাসরি সেই পরামর্শ খারিজ করেন তিনি৷ প্রেসিডেন্টের এই গাছাড়া মনোভাবের প্রভাব মার্কিন নাগরিকদের একাংশের মধ্যেও পড়েছিল৷ বহু মার্কিন নাগরিককেই প্রকাশ্যে মাস্ক না পরেই ঘুরতে দেখা গিয়েছে৷ অবশেষে সেই জেদ থেকে সরলেন ট্রাম্প৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: America, Coronavirus, Donald Trump, Face mask