#মুম্বই: করোনার জন্য ভারতের সব স্কুল বন্ধ। করোনা যাতে না ছড়িয়ে পড়ে বেশি মানুষের মধ্যে সেই জন্যই গৃহবন্দি বা হোম কোয়ারেন্টাইন করা হচ্ছে দেশের মানুষকে। বড়দের জন্য তবু বিষয়টা ঠিক আছে। কিন্তু ভেবে দেখুন তো বাচ্চাদের অবস্থাটা একবার ! তারা না পারছে স্কুলে যেতে, না পারছে বন্ধুদের সঙ্গে খেলতে যেতে। সারা দিন একটা বাচ্চাকে ঘরে বন্দি করে রাখা মানে তার মানসিক চাপ বৃদ্ধি ছাড়া আর কিছু নয়। এই অবস্থায় বাচ্চার মানসিক পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য বাড়িতেই ব্যবস্থা নিতে হবে।
এই কথা মাথায় রেখেই ভারতের জনপ্রিয় পাবলিশিং হাউস শিশুদের জন্য সুখবর নিয়ে এল। বাচ্চারা কমিক পড়তে সব সময় পছন্দ করে। সেই কথা মাথায় রেখেই এসিকে এবং টিঙ্কল কমিক বই তাদের সব সিরিজ ৩০ দিনের জন্য ফ্রি করে দিল। অমর চিত্র কথা কমিক এখন বাড়িতে বসেই পড়া যাবে তাও একেবারে বিনা পয়সায়। টিঙ্কল ম্যাগাযিন ও অমর চিত্র কথার ৩৫০টা বিষয় বাড়িতে বসে মোবাইল বা ট্যাবে পড়া যাবে। সংস্থার দাবি, তারা এভাবে সামান্য হলেও বাচ্চাদের মন ভাল রাখার চেষ্টা করছে।
Cooped up in the house with nothing to do? Let us help out. We're giving everyone FREE ACCESS to both our Tinkle and Amar Chitra Katha comic apps for an entire month! Get a FREE one month subscription to our entire catalogue till March 31st, 2020! (1/3)#ACKComicsApppic.twitter.com/eWb1L7dJVD