#মুম্বই: যত দিন যাচ্ছে ততই যেন মহারাষ্ট্রে করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হচ্ছে৷ শুক্রবার জানা গেল, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে ২৯৪০ জনের শরীরে করোনা সংক্রমণের খোঁজ মিলেছে৷ যার ফলে শুধুমাত্র মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪৪৫৮২৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে৷ ফলে করোনা সংক্রমণের জেরে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫১৭৷
প্রথম থেকেই গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি সবথেকে খারাপ৷ সবথেকে খারাপ অবস্থা রাজধানী মুম্বইয়ের৷ শুক্রবার পর্যন্ত সেখানেই আক্রান্তের সংখ্যা ২৭২৫১৷ দেশের বাণিজ্য রাজধানীতে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়ে গিয়েছে৷
এই পরিস্থিতির মধ্যেই লকডাউন পরিস্থিতি থেকে কীভাবে রাজ্যকে বের করে আনা যায়, সেই পথ খুঁজতে হচ্ছে রাজ্য সরকারকে৷ ফলে রাজ্যের পরিস্থিতি অত্যন্ত জটিল৷ মদের হোম ডেলিভারি করারও অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার৷
করোনা চিকিৎসার জন্য রাজ্যের বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোমগুলির ৮০ শতাংশ বেড নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে মহারাষ্ট্র সরকার৷ বৃহস্পতিবার রাতে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোমগুলির ৮০ শতাংশ সাধারণ বেড এবং আইসিইউ-এর ১০০ শতাংশ বেডেই সরকারি নিয়ন্ত্রণ থাকবে৷ এর বাইরে ২০ শতাংশ বেডে নিজেদের ইচ্ছেমতো খরচ নির্ধারণ করতে পারবে বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোম কর্তৃপক্ষ৷ আগামী ৩১ অগাস্ট পর্যন্ত এই নির্দেশিকা বলবৎ থাকবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।