হোম /খবর /কলকাতা /
#Coronavirus৷ রবিবার থেকে বন্ধ রেস্তোরাঁ, বিনোদন পার্ক! নির্দেশ রাজ্যের

#Coronavirus৷ রবিবার থেকে বন্ধ সব রেস্তোরাঁ, বিনোদন পার্ক৷ নির্দেশ জারি রাজ্যের

করোনা নিয়ন্ত্রণে কড়া রাজ্য৷ PHOTO- FILE

করোনা নিয়ন্ত্রণে কড়া রাজ্য৷ PHOTO- FILE

রাজ্য স্বরাষ্ট্র দফতরের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, সংক্রমিত ব্যক্তির শরীর থেকে সুস্থ মানুষের শরীরে জীবাণু ছড়িয়ে পড়া রুখতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: করোনা সংক্রমণ রুখতে রবিবার সকাল থেকে রাজ্যের সমস্ত রেস্তোরাঁ, পানশালা, নাইট ক্লাব বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার৷ বন্ধ থাকবে ক্লাব, বিনোদন পার্ক, মাসাজ পার্লার, স্পা, হুক্কা বার, মিউজিয়াম এবং সরকারি- বেসরকারি চিড়িয়াখানাও৷ রবিবার ভোর ছ'টা থেকে ৩১ মার্চ পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে৷

ইতিমধ্যে এ রাজ্যে তিন জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণের প্রমাণ মিলেছে৷ সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে জনসমাগম যথাসম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে রাজ্য প্রশাসন৷ এর আগেই সিনেমা হল বন্ধের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার৷ এবার সেই তালিকায় যুক্ত হলো রেস্তোরাঁ, পানশালাও৷

রাজ্য স্বরাষ্ট্র দফতরের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, সংক্রমিত ব্যক্তির শরীর থেকে সুস্থ মানুষের শরীরে জীবাণু ছড়িয়ে পড়া রুখতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে৷ নির্দেশ না মানলে সরকারের তরফে কড়া আইনি পদক্ষেপ করা হবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে৷ রেস্তোরাঁ, বিনোদন পার্কের বন্ধ করার পাশাপাশি সর্বত্রই সামাজিক জনসমাগম যথাসম্ভব কম করার পরামর্শ দেওয়া হয়েছে৷ করোনা ভাইরাস পরিস্থিতি পর্যালোচনায় আগামী সোমবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে রাজ্য সরকার৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Coronavirus, COVID-19, Mamata Banerjee