corona virus btn
corona virus btn
Loading

দু-সপ্তাহ ঘরে থাকতে পারছেন না ? জীবন বাঁচলে তবেই কিন্তু পৃথিবী থাকবে : অক্ষয় কুমার

দু-সপ্তাহ ঘরে থাকতে পারছেন না ? জীবন বাঁচলে তবেই কিন্তু পৃথিবী থাকবে : অক্ষয় কুমার
photo source collected

করোনা নিয়ে মানুষকে সতর্ক করলেন অক্ষয় কুমার।

  • Share this:

#মুম্বই: সারা বিশ্বে এখন একটাই আতঙ্ক। করোনা ভাইরাস। চিনের ছোট্ট শহর থেকে সারা বিশ্বে মহামারীর মতো ছড়িয়ে পড়ে এই রোগ। আমাদের দেশ ভারতেও ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে। করোনা ছোঁয়াচে রোগ। তাই এই রোগ থেকে বাঁচার একটাই উপায় নিজেকে আইসোলেটেড করা। সেই জন্য ভারত সরকার সকলকে নিজের বাড়িতেই থাকতে বলছেন । অফিস, বাজার, সিনেমাহল, সব জায়গা থেকে নিজেকেভ সরিয়ে শুধু মাত্র বাড়িতে থাকার অনুরোধ করেছেন।

বলিউডের অনেকেই করোনা ভাইরাস নিয়ে মানুষকে বার্তা দিয়েছেন। এবার করোনা নিয়ে মানুষকে সতর্ক করলেন অক্ষয় কুমার। তিনি তাঁর ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন নিজের বাড়ি থেকে। সেখানে তিনি সবাইকে অনুরোধ করেন যে দেশের কথা দশের কথা ভেবে আমরা যেন আগামী কয়েক সপ্তাহ বাড়ি থেকে না বেরোই। এই একটাই রাস্তা আছে করোনা ভাইরাসকে আটকানোর। তিনি সকলের কাছে আবেদন জানিয়েছেন যাতে আমরা সবাই সচেতন হই। নয়তো এই রোগ সারা পৃথিবী শেষ করে দেবে।

First published: March 20, 2020, 5:47 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर