#নয়াদিল্লি: করোনা আতঙ্কের মধ্যেই চিনে আটকে কয়েক হাজার ভারতীয়। আজ, শুক্রবারই বিশেষ বিমান পাঠিয়ে তাদের দেশে ফেরাচ্ছে কেন্দ্র। এ নিয়ে ভারতের অনুরোধ মেনে নিয়েছে চিনা প্রশাসন। তবে প্রথমেই ইউহানে আটকে পড়া ভারতীয়দের ফেরানো হচ্ছে ৷
আজ, সকাল ৯টা নাগাদ প্রথমে মুম্বই থেকে দিল্লি পৌঁছনোর পর দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ দিল্লি থেকে ইউহানের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার বিশেষ Boeing 747 জাম্বো জেট ৷ প্রাথমিকভাবে ৩২৫ জন ভারতীয়কে উদ্ধার করা হবে ৷ বিমানে মাস্ক, গ্লাভস, স্ক্যানার সবই রয়েছে ৷ সঙ্গে রয়েছেন চিকিৎসক এবং ইঞ্জিনিয়রদের টিম ৷ আজ গভীর রাতেই ( রাত ২টো) ইউহান থেকে ভারতীয় যাত্রীদের নিয়ে দিল্লিতে ফেরার কথা বিমানটির ৷
আর কয়েকদিনের মধ্যে যে বিমান সংস্থা বেসরকারি হাতে চলে যাবে, সেই এয়ার ইন্ডিয়াই এখন ভরসা ইউহানে আটকে থানা ভারতীয়দের। করোনা ভাইরাস যে শহরে সব থেকে বেশি থাবা বসিয়েছে, সেখানে আটকে রয়েছেন ৩২৫ ভারতীয়।
বিমানকর্মীদের সঙ্গে বিমানে যাচ্ছে দু’জন চিকিৎসকও। চিকিৎসকদের বিমান থেকে না নামার নির্দেশ দেওয়া হয়েছে চিকিৎসকদের। প্রত্যেক আসনে জলের পাউচ আর খাবারের প্যাকেট রাখা থাকবে। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, যাঁদের রক্তে করোনার জীবাণু নেই, শুধুমাত্র তাঁদেরই এই বিমানে জায়গা দেওয়ার।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ত্রিশূরের এক মেডিক্যাল ছাত্র । গত সপ্তাহেই ইউহান থেকে ফেরে ওই ছাত্র। তার অবস্থা স্থিতিশীল। আজ, শুক্রবার ইউহান থেকে ভারতীয়দের ফেরানোর কাজ শুরু হচ্ছে।
গত সপ্তাহেই ইউহান থেকে ফিরেছেন। তখনও করোনা ভাইরাসের প্রকোপ এতটা মারাত্মক আকার নেয়নি। দেশে ফেরার ১২ দিন পর জানা গেল,করোনা ভাইরাসে আক্রান্ত কেরলের যুবক ৷ আক্রান্ত ছাত্র ইউহান বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আপাতত তাঁকে হাসপাতালে আলাদা জায়গায় রাখা হয়েছে। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখছেন। ওই পড়ুয়া যে করোনা আক্রান্ত সেকথা মেনে নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানায়,কেরলে একজন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। তাঁর রক্তপরীক্ষায় করোনার উৎসর্গ মিলেছে করোনা আক্রান্ত পড়ুয়া আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। কেরলের ২টি হাসপাতালে ৬জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জরুরি বৈঠক করেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী ৷