#আহমেদাবাদ: নিউ নর্মালে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস ইত্যাদি এখন মানুষের প্রতিদিনকার ব্যবহারের জিনিস ৷ এছাড়া জামাকাপড়, জিনিসপত্র এবং বাড়ির ভিতরের বায়ু ‘ভাইরাস ফ্রি’ রাখতে বাজারে স্প্রে-র অভাব নেই ৷ সব কিছুতেই একটা বিষয় অবশ্যই লেখা, ‘এটি ৯৯.৯ শতাংশ ভাইরাস থেকে রক্ষা করে৷’ এবার গুজরাতের আহমেদাবাদ পলিটেকনিকের এক ছাত্র এমন একটি ডিভাইসের আবিষ্কার করল যা হাওয়ায় ভাসমান ৯৯.৯৯ শতাংশ ভাইরাসকে মারতে সাহায্য করে ৷ নাম ‘বায়ু রক্ষক’ ৷
ডিভাইসটি তৈরি করেছেন যে ছাত্র, তাঁর নাম ধ্রুব পাঞ্চাল ৷ তাঁর দাবি, এটি বায়ুবাহিত যে কোনও ভাইরাস, এমনকী করোনাকেও মারতে সাহায্য করবে ৷ ধ্রুবর এই ডিভাইসটি NABL ল্যাবরেটরিতে ছাড়পত্রও পেয়েছে ৷ ৩/৩ একটি চেম্বারে এই যন্ত্রটির পরীক্ষা করা হয় ৷ প্রথমে ২৪ ঘণ্টা এবং তারপর ৪৮ ঘণ্টার ব্যবধানে ৷ পরীক্ষায় ৯৯.৯৯ শতাংশ সফল ধ্রুবর ‘বায়ু রক্ষক’ ৷ পরীক্ষাগারের প্রধান ঊর্বিশ সোনি এবং জাঙ্কানা মেহতা জানান এই ডিভাইস বায়ুবাহিত ভাইরাসকে ৯৯.৯৯ শতাংশ নির্মুল করতে সক্ষম ৷ ফলে এটি স্কুল-কলেজের বন্ধ ঘরেও দারুণভাবে কাজ করবে ৷ এই ধরণের স্টার্ট আপকে সাহায্য করতে চায় গুজরাত সরকারও ৷ মাটিতে বা কোনও জিনিসে ভাইরাস মারার জন্য বাজারে স্যানিটাইজার প্রচুর আছে ৷ এবার বায়ুবাহিত ভাইরাস খতম করার যন্ত্রও এসে গেল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ahmedabad, Coronavirus