Home /News /coronavirus-latest-news /
করোনায় গত ৫ দিনে ১০০ জনের মৃত্যু ! আহমেদাবাদ যেন চিনের ইউহান

করোনায় গত ৫ দিনে ১০০ জনের মৃত্যু ! আহমেদাবাদ যেন চিনের ইউহান

Representational Image

Representational Image

দশ দিনে ১৬০ জন এবং শেষ পাঁচ দিনে ১০০ জনের মৃত্যুতে স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে শহরে ৷

 • Share this:

  #আহমেদাবাদ: লকডাউনের মধ্যেও দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ সঙ্গে মৃত্যুও ৷ মহারাষ্ট্রের পরেই এখন সবচেয়ে খারাপ অবস্থা গুজরাতের ৷ বিশেষত সে রাজ্যের সবচেয়ে বড় শহর আহমেদাবাদের ৷

  কেউ কেউ এখন চিনের ইউহানের সঙ্গেও আহমেদাবাদের তুলনা করতে শুরু করেছেন ৷ সরকারি হিসেবেই দেখা যাচ্ছে শুধুমাত্র আহমেদাবাদেই ৩০ এপ্রিল থেকে ৪ মে-র মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ১০০ জনের ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত সেখানে ২৩৪ জনের মৃত্যু হয়েছে করোনায় ৷ দশ দিনে ১৬০ জন এবং শেষ পাঁচ দিনে ১০০ জনের মৃত্যুতে স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে শহরে ৷

  গুজরাতে সবমিলিয়ে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩১৯ জনের ৷ যার মধ্যে ৭৩.৩০ শতাংশ মানুষই আহমেদাবাদের ৷ দিন দিন আরও খারাপ অবস্থা হচ্ছে এই শহরের ৷ গত ১০ দিনে আহমেদাবাদে মৃত্যুর সংখ্যা সর্বাধিক ৷ ২৫ এপ্রিল থেকে ধরলে প্রায় প্রতিদিনই কোভিড-১৯-এ কোনও না কোনও মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহমেদাবাদে ৷

  Published by:Siddhartha Sarkar
  First published:

  Tags: Ahmedabad, Coronavirus, Coronavirus in India

  পরবর্তী খবর