#ওয়াশিংটন: করোনা উবে যাবে বা 'Disappear'হবে, বলছেন ট্রাম্প! এহেন প্রেসিডেন্টের বক্তব্য নিয়ে রীতিমত দ্বিধাবিভক্ত ভক্তকূল৷ আমেরিকার নির্বাচনে তিনি আবার ফিরে আসবেন কি না, তা নিয়ে এখন মূল চিন্তা তাদের৷ কারণ অনেকক্ষেত্রে ইঙ্গিত মিলছে তাঁর হারের৷ প্রতিদ্বন্দী জো বিডেনের থেকে তিনি পিছিয়ে রয়েছে বলে সমীক্ষায় উঠে আসছে৷ এর মধ্যে করোনা পরিস্থিতিতে সেই দিকে বেশি নজর দেওয়া উচিৎ নাকি দেশের অর্থনীতিকে পুরোপুরি চালু করা উচিৎ, এই নিয়ে মতপার্থক্য দেখা গিয়েছে ট্রাম্প সমর্থকদের মধ্যেই৷
করোনার সংক্রমণ বাড়ছে, তবে সেই নিয়ে খুব বেশি কথা না বলে, জাতিগত বিদ্বেষ বা সাংস্কৃতিক তারতম্য নিয়ে বেশি কথা বলছেন প্রসিডেন্ট ট্রাম্প৷ উপরাষ্ট্রপতি মাইক পেনসকে শোনা যাচ্ছে করোন নিয়ম নিয়ে বেশি কথা বলতে৷ আর এর মধ্যেই বুধবার ট্রাম্প বলেছেন যে করোনা একসময় 'উবে যাবে'!
এতেই শুরু হয়েছে তর্ক-বিতর্ক৷ কারণ মার্কিন মুলুকে যেভাবে করোনার মোকাবিলা করেছেন ট্রাম্প, তাতে অনেকেই খুশি নন৷ ট্রাম্পের বিশিষ্ট সহযোগী মার্ক মেডোজ এবং তাঁর জামাই জরাড কুশেনর ইতিমধ্যেই চিন্তিত নির্বাচনে ট্রাম্পের ফিরে আসা নিয়ে৷ জনস্বাস্থ্যর থেকেও দেশের অর্থনীতির ওপর জোর দিতে বলছেন দু’জনেই৷
ট্রাম্পের নির্বাচনী উপদেষ্টারা মনে করেছেন যে অনেকক্ষেত্রে অতিমরী নিয়ে ট্রাম্পের মনোভাবে ক্ষোভ জন্মেছে জনসাধারণের মনে৷ যা নির্বাচনে তাঁর বিরুদ্ধে যেতে চলেছে৷ উপদেষ্টারা অনেকে বলছেন যে, ট্রাম্প কখনও কখনও নিজেই নিজের শত্রু হয়ে দাঁড়ান৷ তবে সমস্যা থাকলেও এখনও করোনা নিয়ে বেশি মাথা ঘামানো নিয়ে নিশ্চিত নন প্রেসিডেন্টের সহযোগীরা৷
ট্রাম্প নিয়ে এক সাক্ষাৎকারে উল্লেখ করেন যে করোনা নিজেই নিজের খেয়াল নেবে! মার্কিন যুক্তরাষ্ট্র করোনা মোকাবিলায় দারুণ কাজ করেছে বলে তাঁর মত৷
এর সঙ্গে বর্ণবিদ্বেষ বিষয়টিও মাথা চাড়া দিয়েছে মার্কিন মুলুকে৷ এক ভক্তের ভিডিও রিট্যুইট করন ট্রাম্প যাতে হোয়াইট পাওয়ারের সমর্থনে উল্লাশ করা হয়েছিল৷ পরে অবশ্য সেই ভিডিওটি ডিলিট করেন প্রেসিডেন্ট৷