কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে বারাকের মধ্যেই বিক্ষোভ, ভাঙচুর চালাতে থাকেন
#কলকাতা: ফের কলকাতা পুলিশে বিক্ষোভ ভাঙচুর ৷ গত দু’সপ্তাহের মধ্যে তৃতীয়বার এই নিয়ে ক্ষোভের ঘটনা ঘটল বাহিনীতে ৷ শুক্রবার বিকেল থেকেই দফায় দফায় অশান্ত হয়ে ওঠে সল্টলেকের এএফ ব্লকের ফোর্থ ব্যাটেলিয়ন বারাক ৷
অভিযোগ, এই চার নম্বর ব্যাটেলিয়ানে (আর্মড ফোর্স) একজন জওয়ান করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও তাঁর সঙ্গীদের কোয়ারেন্টাইনে পাঠানোর কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না ৷ এমনকী বাকিদের সঙ্গেই তাদের রাখা হচ্ছে ৷ কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে বারাকের মধ্যেই বিক্ষোভ, ভাঙচুর চালাতে থাকেন
পুলিশ বারাকে অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধাননগরের ডিজি ৷ গেট বন্ধ করে বারাকের ভিতরে চলে ব্যাপক ভাঙচুর ৷ ইঁটের গায়ে আহত হন ডিজিও ৷ দফতরের গেট বন্ধ রেখে ভিতরে আলো নিভিয়ে ভাঙচুরের অভিযোগ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফ ৷
Published by:
Elina Datta
First published:
May 30, 2020, 12:22 AM IST
পুরো খবর পড়ুন