SOMRAJ BANDOPADHYAY
#কলকাতা: রাজ্য রাজ্যপাল সংঘাত কমার কোন লক্ষণই নেই। উল্টে ক্রমশই তা বেড়ে যাচ্ছে। রেশনের কালোবাজারি নিয়ে সরব হওয়ার পর এবার কলকাতা পুরসভার প্রশাসক পদে বসা নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি হওয়া নিয়ে সরব হলেন রাজ্যপাল। মূলত কলকাতা পুরসভার ৬ মে’র বিজ্ঞপ্তি কেন রাজভবনে জানানো হলো না, তা নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল। অবিলম্বে মুখ্য সচিবকে সেই নোটিফিকেশন বা নির্দেশিকা পাঠানোর কথা বলা হয়েছে রাজভবনের তরফে। বৃহস্পতিবার তা নিয়ে পরপর তিনটি ট্যুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখর। ট্যুইট করে তিনি বলেন, "কলকাতা পুরসভা নিয়ে ৬ মে বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তি পৌঁছায়নি রাজভবনে। দ্রুত বিজ্ঞপ্তি রাজভবনে পাঠাতে হবে। সব মিডিয়ার কাছে সেই বিজ্ঞপ্তি কপি আছে। আমার নামে নির্দেশিকা । কিন্তু আমি কিছুই জানি না। কোনও আলোচনা নেই, খবর নেই। কোথায় যাচ্ছি আমরা? সংবিধান মেনে চলতে হবে।"
দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীর পাঠানো চিঠির উত্তর দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখর। রাজ্যপালের পাঠানো চিঠিতে গণবণ্টন ব্যবস্থার রাজনীতিকরণের ফলে রেশন নিয়ে বিক্ষোভ, অশান্তি, হিংসা শুরু হয়েছে বলে মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে অভিযোগ করেছিলেন রাজ্যপাল। শুধু এখানেই থেমে থাকেননি তিনি, বুধবার পরপর তিনটি ট্যুইট করেছিলেন রাজ্যপাল। সেখানে রাজ্যের রেশন ব্যবস্থার কালোবাজারি নিয়ে সরব হয়েছিলেন। প্রথম দু’টি ট্যুইটে লকডাউন চলাকালীন কোন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্য কতটা খাদ্যশস্য পাচ্ছে তার পরিসংখ্যান তুলে ধরেছেন। বুধবার ট্যুইট করে তিনি দাবি করেন, গত ৫ মে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ ও অন্য যোজনায় ৯ হাজার ৮৮৯ মেট্রিক টন ডাল ফ্রি হিসেবে পাঠানো হয়েছে রাজ্যকে। শুধু তাই নয়, বুধবারের করা দ্বিতীয় ট্যুইটে রেশন ব্যবস্থা নিয়ে আশঙ্কাজনক রিপোর্ট পাওয়া যাচ্ছে বলেও অভিযোগ তুলেছিলেন রাজ্যপাল। আর তাঁর তৃতীয় ট্যুইটে তিনি গণবণ্টন ব্যবস্থার স্বাস্থ্যবান হওয়ার প্রয়োজন বলেও সওয়াল করেছিলেন।
Sent to Chief Secretary @MamataOfficial "The notification dated May 06 about Kolkata Municipal Corporation is yet to be made available. From every consideration this should have been sent to Raj Bhawan without delay.This notification is widely in circulation in media. (1/3)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 7, 2020
Chief Secretary called upon to urgently forward notification May 06 as also the entire decision making process, including the authority that has taken this decision. Priority be given its constitutional repercussions impacting bodies subject to Part IX A of Constitution (2/3)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 7, 2020
Appreciating sentiments of people ignoring a lot- surely can’t compromise on constitution Order in my name-am not aware. No consultation or informattion. Where are we heading! Defiance to central directives unfortunate. Time for change-act as per law for the sake of people(3/3)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 7, 2020