#মালদহ: মালদহে নতুন করে করোনা আক্রান্ত হলেন আরো ৩৪ জন। সবমিলিয়ে মালদহে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯৩০। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ মালদহে।
প্রশাসনের তরফে জানা গিয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ইংরেজবাজারে ১১ জন। চাঁচলের আটজন। তাঁদের মধ্যে দু'জন পুলিশ কর্মী এবং একজন নার্সিং স্টাফ রয়েছেন। মালদহ মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় ৪৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ৬৭ জনের নমুনা পজেটিভ হয়। নতুন করোনা সংক্রমিতদের মধ্যে ৩৪ জন মালদহের, বাকি ৩৩ জন দক্ষিণ দিনাজপুর জেলার। রবিবার পর্যন্ত আরও ৬১১ জনের নমুনা পরীক্ষার জন্য জমা পড়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
এদিকে লকডাউনের পর রবিবার বাজার খুলতেই মালদহের বিভিন্ন দৈনিক বাজারে সকাল থেকে ক্রেতাদের ভিড় উপচে পড়ে। উধাও হয়ে যায় সামাজিক দূরত্ব বিধি। অনেকেই প্রয়োজনীয় সামগ্রী মজুদ করার জন্য রবিবাসরীয় বাজারে ভিড় জমান। ভিড় সরাতে কোথাও পুলিশ বা পুরকর্মীদের দেখা মেলেনি। বিধিনিষেধের তোয়াক্কা না করে রাস্তায় বেশ কয়েকজনকে মাস্ক ছাড়াও ঘোরাঘুরি করতেও দেখা গিয়েছে।
Sebak DebSarma
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Maldah