• Home
 • »
 • News
 • »
 • coronavirus-latest-news
 • »
 • কালিম্পংয়ে করোনা পজেটিভ মহিলার সংস্পর্শে আসা ১৪ জন কোয়ারেন্টাইনে

কালিম্পংয়ে করোনা পজেটিভ মহিলার সংস্পর্শে আসা ১৪ জন কোয়ারেন্টাইনে

গতকাাল উত্তরবঙ্গে একজন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে । এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৯ ।

গতকাাল উত্তরবঙ্গে একজন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে । এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৯ ।

গতকাাল উত্তরবঙ্গে একজন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে । এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৯ ।

 • Share this:

  #শিলিগুড়ি: কালিম্পংয়ে করোনা পজেটিভ মহিলার সংস্পর্শে আসা ১৪ জনের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর। এঁদের মধ্যে ৮ জন পুরুষ ও ৬ জন মহিলা। সকলেই শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ি জেলার বাসিন্দা। আপাতত সকলে রানি নগর স্বাস্থ্য দফতরের কোয়ারেন্টাইন সেন্টারে থাকবেন। আগামিকাল তাঁদের সোয়াব পরীক্ষার জন্য মেডিক্যাল কলেজে পাঠানো হবে বলে জলপাইগুড়ি জেলা হাসপাতাল সুপার গয়ারাম নস্কর জানিয়েছেন।

  গতকাাল উত্তরবঙ্গে একজন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে । এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৯ । তবে সংক্রমণ কী করে কালিংম্পংয়ের ওই মহিলার মধ্য়ে ছড়ালো, তা এখনও বুঝতে পারেননি চিকিতসকরা ।

  Published by:Simli Raha
  First published: