#মুম্বই: অর্জুনের পরে মালাইকা! সূত্রের খবর রবিবারই অর্জুন কাপুরের পরে মালাইকা আরোরার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ ধরা পড়েছে ৷ কিন্তু তার আগে মালাইকার বোন অমৃতা আরোরা দিদির করোনা নেগেটিভ বলে জানিয়ছিলেন ৷ রবিাবার এই কয়েক ঘণ্টা আগে অর্জুন কাপুর ইনস্টাগ্রামে জানিয়ছিলেন তিনি করোনা আক্রান্ত ৷ চিকিৎসকদের পরামর্শে হোম কোয়ারেন্টাইনে আছেন তিনি ৷
ইনস্টাগ্রামে লিখেছেন 'আমি এখন সুস্থ বোধ করছি ৷ আমার শরীরে করোনার সামান্য লক্ষ্মণ লক্ষ্য করা গিয়েছে ৷ সবাইকে অগ্রিম ধন্যবাদ দিতে চাইছি ৷ আমার শারীরিক পরিস্থিতি নিয়ে আপডেট দিতে থাকব ৷ এক কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এখন, তবে আমার দৃঢ় বিশ্বাস মারণ ভাইরাসের বিরুদ্ধে জয়ী হবে মানবতা ৷'
মালাইকার শো ইন্ডিয়ান বেস্ট ডান্সার্স সেটের প্রায় ৭ থেকে ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন, এমনটাই খবর পাওয়া গিয়েছে ৷