• Home
 • »
 • News
 • »
 • coronavirus-latest-news
 • »
 • শরীরে করোনা সংক্রমণের মাঝারি উপসর্গ, হাসপাতালে ভর্তি হলেন ঐশ্বর্য সঙ্গে আরাধ্যাও

শরীরে করোনা সংক্রমণের মাঝারি উপসর্গ, হাসপাতালে ভর্তি হলেন ঐশ্বর্য সঙ্গে আরাধ্যাও

জ্বর এসেছে তাই এবার আর কোনও ঝুঁকি নয়, সোজা হাসপাতালে ঐশ্বর্য -আরাধ্যা

জ্বর এসেছে তাই এবার আর কোনও ঝুঁকি নয়, সোজা হাসপাতালে ঐশ্বর্য -আরাধ্যা

জ্বর এসেছে তাই এবার আর কোনও ঝুঁকি নয়, সোজা হাসপাতালে ঐশ্বর্য -আরাধ্যা

 • Share this:

  #মুম্বই: বলিউড অভিনেত্রী ও বচ্চন পরিবারের বউ ঐশ্বর্য এবার করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ৷ ঐশ্বর্য ও আরাধ্যা ২ জনের শরীরেই করোনা সংক্রমণের মাঝারি লক্ষণ দেখা দিয়েছে, তাই আর হোম আইসোলেশনে না থেকে নানাবতী হাসপাতালে ভর্তি মা ও মেয়ে৷ এদিকে প্রায় সপ্তাহখানেক আগেই করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন ৷

  ঐশ্বর্যর এখন করোনা সংক্রমিত হয়ে জ্বর এসেছে ৷ জুলাই মাসের ১১ তারিখ করোনা সংক্রমিত হয়ে নানাবতী হাসপাতালে ভর্তি হন ঐশ্বর্যের শ্বশুর অমিতাভ বচ্চন ৷ বলিউডের শাহেনশাহ নিজেই করোনা সংক্রমিত হওয়ার খবর ট্যুইট করে জানিয়েছিলেন ৷ নিজের ট্যুইটে অমিতাভ জানিয়েছিলেন তিনি কোভিড ১৯ পজিটিভ হয়েছেন ৷ তাঁর পরিবারের বাকি সদস্য ও স্টাফদের করোনা পরীক্ষার ফল আসা বাকি আছে আর তিনি এও আবেদন করেছিলেন গত দশদিনে যে ব্যক্তিরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন নিজের করোনা পরীক্ষা করিয়ে নেন ৷

  এদিকে এর পরেই অভিষেকও করোনা পজিটিভ জানিয়ে হাসপাতালে ভর্তি হন ৷ প্রথমে ঐশ্বর্য ও আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এলেও পরের দিনের টেস্টে তাঁদের রিপোর্টও পজিটিভ আসে৷ এরপর অবশ্য ঐশ্বর্য মেয়েকে নিয়ে হোম কোয়ারেন্টাইনেই ছিলেন ৷ কিন্তু শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হতে তিনিও মেয়েকে নিয়েই হাসপাতালে ভর্তি হন ৷

  এদিকে ঐশ্বর্য ও আরাধ্যার কোভিড পজিটিভ হওয়ার খবর প্রথম দিয়েছিলেন মহারাষ্ট্রের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী রাজেশ তোপ ৷ পরে অবশ্য তিনি নিজের মেসেজ ডিলিট করে দেন ৷ কিন্তু এরপর অভিষেক নিজের হ্যান্ডেল থেকে স্ত্রী ও মেয়ের কোভিড পজিটিভ হওয়ার খবর ট্যুইট করেন এবং জানান তাঁর মা ও বোনের কোভিড নেগেটিভ এসেছে ৷ ৪৬ বছরের ঐশ্বর্য ও ৮ বছরের আরাধ্যা ১১ জুলাই অ্যান্টিজেন টেস্ট হয়েছিল ৷

  Published by:Debalina Datta
  First published: