#মুম্বই: শনিবার রাতে একের পর এক দুঃসংবাদ ৷ মুম্বইয়ের করোনা পৌঁছে গিয়েছে জুহুর সবচেয়ে বিখ্যাত বাংলোয় ৷ করোনা আক্রান্ত সিনিয়র এবং জুনিয়র দুই বচ্চনই ৷ বাবা অমিতাভের মতোই ট্যুইটারে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন অভিষেক ৷ কিছুদিন আগেই তাঁর ওয়েব সিরিজ Breathe: Into The Shadows-এর ডাবিংয়ের জন্য মুম্বইয়ের একটি স্টুডিওতে গিয়েছিলেন অভিষেক ৷ সেই স্টুডিও আপাতত কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হল ৷
শনিবার ট্যুইটারে অভিষেক বচ্চন লেখেন, ‘’ আজ সকালেই বাবা ও আমি করোনা আক্রান্ত হয়েছি। আমাদের দু’জনেরই করোনার হালকা উপসর্গ রয়েছে। আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা পরিবার ও বাড়ির কর্মীদের করোনা পরীক্ষার কথা জানিয়েছি। সবাইকে অনুরোধ করব শান্ত থাকবেন, ভয় পাবেন না। ধন্যবাদ।’’
মুম্বইয়ে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় অমিতাভ এবং অভিষেক বচ্চনকে ৷ বচ্চনদের বাংলোর খুব কাছেই এই হাসপাতাল ৷ তাঁদের অবস্থা এখন স্থিতিশীল বলেই নানাবতী সুপার স্পেশালিটি হাসপাতালের তরফে জানানো হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Bachchan, Coronavirus