#মালদহ: মালদহে চালু হল সরকারি বাস পরিষেবা । উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপো থেকে বুধবার মালদহ থেকে কলকাতা এবং মালদহ থেকে রায়গঞ্জ এবং বালুরঘাট অভিমুখে যাত্রী পরিষেবা চালু করা হয় । প্রত্যেক বাসে সর্বাধিক কুড়িজন করে যাত্রী নেওয়ার ব্যবস্থা থাকছে । বাসে ওঠার আগে প্রত্যেক যাত্রীকে বাধ্যতামূলকভাবে থার্মাল চেকিং করা হয় । এর পাশাপাশি প্রত্যেকের হাত স্যানিটাইজার দিয়ে ওয়াশ করা হয় ।
প্রথম দিনে যাত্রীদের মধ্যে বেশ ভালো সাড়া লক্ষ্য করা গিয়েছে । প্রথম দিন বেশ কয়েকটি বাস ছাড়ে বিভিন্ন গন্তব্যের অভিমুখে । আগামীতে যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা কর্তৃপক্ষ । এদিকে দীর্ঘদিন নানা কাজে এসে মালদহে আটকে থাকার পর বাস পরিষেবা চালু হওয়ায় খুশি যাত্রীরা । সরকারি বাস চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাঁরা । এর ফলে যাত্রীরা বিভিন্ন গন্তব্যে পৌঁছতে বিশেষ সুবিধা পাবেন বলে সন্তোষ প্রকাশ করেছেন ।
বাসের ভেতরে যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রত্যেক তিন সিটে দুজন করে যাত্রী এবং ডবল সিট গুলিতে একজন করে যাত্রী বসানো হয় । বাস পরিষেবা চালু হওয়ার খবরে এদিন সকাল থেকে সরকারি বাসস্ট্যান্ডে ভিড় করেন বহু যাত্রী । অনেকেই জানান লকডাউনের মধ্যে বিভিন্ন ছোট গাড়িতে গন্তব্যে পৌঁছাতে কয়েক গুণ বেশি টাকা নেওয়া হয়েছে । বাড়তি ভাড়ার জন্য অত্যন্ত দরকার থাকলেও গন্তব্যে পৌঁছানো যায়নি । অবশেষে সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় যাতায়াত অনেকটাই সুবিধাজনক হবে । তবে প্রথম দিন হওয়া এদিন বাসস্ট্যান্ডে যাত্রীসংখ্যা ছিল বছরের অন্যান্য সময়ের তুলনায় বেশ কিছুটা কম । উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কিছু বাস যাতায়াতের জন্য প্রস্তুত । উপযুক্ত সংখ্যক যাত্রী পেলেই মালদহ থেকে সংস্থার বাস চালানো হবে ।
Sebak DebSarma
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bus servise resumed, Maldah