#মুম্বইঃ বাঁচতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় কাতর আর্তি জানিয়েছিলেন। কিন্তু ২৪ ঘণ্টাও কাটল না। মারণ করোনা ভাইরাসের (Coronavirus) থাবায় প্রাণ হারালেন বলিউডের নয়া ঘরানা OTT প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনেতা তথা ইউটিউবার (Actor-YouTuber) রাহুল বোহরা (Rahul Vohra)। রবিবার অভিনেতার মৃত্যুর বিষয়টি সোশ্যাল মিডিয়ায় (Social Media) জানিয়েছেন পরিচালক-চিত্র নাট্যকার (director-playwright) অরবিন্দ গৌর (Arvind Gaur)।
অক্সিজেনের অভাবে যে তাঁর সময় শেষ হয়ে আসছেন, বুঝতে পেরেছিলেন রাহুল। যেখানে ভর্তি ছিলেন, সেখানে পর্যাপ্ত চিকিৎসা হচ্ছিল না। তাই শনিবার সোশ্যাল মিডিয়ায় তাঁকে ভাল কোনও হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার আর্তি জানান।
রাহুল আরও লেখেন, "মনের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি। আবার জন্ম নেব খুব তাড়াতাড়ি। তখন ভাল কাজ করব।" পরিচালক অরবিন্দ গৌর অভিনেতার মৃত্যুর পরে লিখেছেন, "আমার প্রতিভাবান অভিনেতা আর নেই। কালকেই আমাকে বলেছিল একটু ভাল চিকিৎসা পেলে বেঁচে যাব। তারপরে তাঁকে আয়ুষ্মান দ্বারকায় বিকেলে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি। দয়া করে আমাদের ক্ষমা কর। আমার শ্রদ্ধা।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus