#মুম্বই: সারা বিশ্ব জুড়ে এখন করোনা ভাইরাসের আতঙ্ক। বিশ্ব একজোট হয়ে নেমেছে লড়াইতে। যুদ্ধকালীন তৎপরতায় করা হচ্ছে এই ভাইরাসের মোকাবিলা। চিনের ছোট্ট শহর থেকে সারা বিশ্বে হানা দিয়েছে এই ভাইরাস। ভারতেও বাড়ছে প্রতিদিন আক্রান্তের সংখ্যা। দেশের বেশির ভাগ মানুষকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। সকলকে সর্তক করা হচ্ছে বার বার। বলিউড থেকে টলিউডের সেলেবরা নিজেরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সেকান থেকেই তারা নানা রকম ভাবে বার্তা দিয়ে বার বার সাধারণ মানুষকে সতর্ক করছেন।এবার মানুষের কথা ভেবেই করোনা নিয়ে সর্তক করলেন কিং খান। শাহরুখ খান নিজেও রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। সেখান থেকে একটি ভিডিও বানিয়ে তিনি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। শাহরুখ মানুষের জন্য বলেছেন, "আগামী দশ পনের দিন আমাদের জন্য খুব খারাপ সময়। করোনা ভাইরাসকে রুখতে প্লিজ কেউ এই কদিন বাড়ি থেকে বেরোবেন না। দয়া করে প্যানিক করবেন না। গুজব ছড়াবেন না। বাড়িতে থাকুন। কোনও জমায়েতে যাবেন না। কেন্দ্র ও রাজ্য সরকারের সব নিয়ম মানুন।" শাহরুখ মানুষের কথা ভেবেই এই ভিডিও শেয়ার করেছেন। সবাইকে আবেদন জানিয়ে সর্তক হতে বলেছেন।
View this post on InstagramLet’s get together and fight this #WarAgainstVirus. @cmomaharashtra_ @adityathackeray
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Coronavirus, Shah Rukh Khan