#কলকাতা: রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ পার করে ফেলল৷ গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রামিত হয়েছেন ১৬,৪০৩ জন৷ একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৭৩ জনের৷
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এ দিন সকাল ৯টা পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৬১৫ জন৷ তবে এর সিংহভাগই হয় হোম কোয়ারেন্টাইন নয়তো সেফ হোমে রয়েছেন৷ রাজ্য সরকারি পরিসংখ্যানে দাবি করা হয়েছে, রাজ্যের হাসপাতালগুলিতে করোনা রোগীদের জন্য বরাদ্দ ৫৭ শতাংশই ফাঁকা রয়েছে৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১১,০৮২ জনের৷
নতুন সংক্রমণের নিরিখে কলকাতার সঙ্গে পাল্লা দিচ্ছে উত্তর চব্বিশ পরগণা৷ কলকাতায় একদিনে নতুন আক্রান্তের সংখ্যা ৩৭০০ ছাড়িয়েছে৷ উত্তর চব্বিশ পরগণাতেও প্রায় সাড়ে ৩ হাজার মানুষ নতুন করে সংক্রামিত হয়েছেন৷ গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে, উত্তর চব্বিশ পরগণায় মৃত্যু হয়েছে ১৩ জনের৷ দক্ষিণ চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতেও ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus