#বেজিং: AC -র থেকেও কী ছড়ায় করোনা ভাইরাস এই নিয়ে চর্চা চলছেই ৷ কিন্তু এই নিয়ে এখনও কোনও পরীক্ষা থেকে সমাধানসূত্র পাওয়া যায়নি ৷ কিন্তু চিনে একটি এমন সংক্রমণের ঘটনা সামনে এসেছে যাতে ফের একবার এসি-র দিকে আঙুল উঠেছে ৷ একটি রেস্তোঁরার ঘটনায় এই চাঞ্চল্যকর তথ্য এসেছে ৷
সেখানে ডিনার করতে গিয়েছিলেন সেখানে একজনের শরীরে সংক্রমণের লক্ষণ ছিল ৷ সে সময় যারা সেই রেস্তোঁরায় খেতে গিয়েছিলেন সেরকম ৯ জন সংক্রমিত হয়েছিলেন ৷ তবে সেই সময় আরও ৮১ টি মানুষ সেখানে খাচ্ছিলেন তাঁদের শরীরে সংক্রমণ হয়নি ৷
নতুন এক স্টাডিতে ইমার্জিং ইনফেকশাস ডিজিস এই নামের জার্নালে এই কেসটির কথা বেরিয়েছে ৷ জানুয়ারি ইউহানে একটি পরিবার খেতে এসেছিল ৷ সেখানেই প্রথম করোনা ছড়িয়েছিল ৷
রিসার্চ জানিয়েছে যে পরিবার খেতে এসেছিল তাদের একজন অ্যাসিম্পটমেটিক ছিল ৷ দু সপ্তাহ বাদে ওই সংক্রমিত ব্যক্ত পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে খেতে গিয়েছিলেন ৷ ওই গ্রুপে মোট ন জন ছিলেন ৷ আর এরা সবাই করোনা পজিটিভ হন ৷ রিসার্চ জানিয়েছে ওই রেস্তোরাঁয় কোনও জানলা ছিল না ৷ সেখানে এসির হাওয়াই সব জায়গায় ঘুরছিল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।