#সিঙ্গাপুর: সিঙ্গাপুরে বসবাসকারী প্রায় ২৫০ জন ভারতীয় এখন করোনায় আক্রান্ত ৷ গতকাল, শুক্রবারই এই রিপোর্ট দিয়েছেন সিঙ্গাপুরে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার জাভেদ আশরফ ৷ আক্রান্তদের মধ্যে অধিকাংশরাই হলেন শ্রমিক ৷ বাকি আক্রান্তরা সিঙ্গাপুরে বসবাসকারী স্থায়ী বাসিন্দা ৷ অসুস্থ ভারতীয়দের অবস্থা এখন স্থিতিশীল জানানো হয়েছে ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷
সিঙ্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা আচমকাই অনেকটা বেড়ে যাওয়ায় গত ৭ এপ্রিল থেকে সেদেশে পুরোপুরি লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী লি সিয়েন লুং ৷ এদিকে গোটা বিশ্বেই করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ মারণ-ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ইতিমধ্যে ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ছুটির সপ্তাহান্ত আর আনন্দের ছবি তুলে ধরতে পারবে না, বুঝে গিয়েছেন সকলেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Singapore