Home /News /coronavirus-latest-news /
অভিষেক বচ্চনের কোভিড রিপোর্ট নেগেটিভ, খুশির হাওয়া বচ্চন পরিবারে

অভিষেক বচ্চনের কোভিড রিপোর্ট নেগেটিভ, খুশির হাওয়া বচ্চন পরিবারে

নিজের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হওয়ার খবর ট্যুইট করে জানালেন অভিষেক বচ্চন ৷

 • Share this:

  #মুম্বই: অবশেষে স্বস্তির খবর বচ্চন পরিবারে ৷ কোভিড মুক্ত অভিষেক বচ্চন ৷ বাবা অমিতাভ বচ্চন, স্ত্রী ঐশ্বর্য ও মেয়ে আরাধ্যা আগেই সুস্থ হয়েছিলেন ৷ এবার নিজের করোনা নেগেটিভ হওয়ার খবর ট্যুইট করে জানালেন অভিষেক বচ্চন ৷ 

  বাবার সঙ্গে একই দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ৷ বাবা করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন। তার আগেই সেরে উঠে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন স্ত্রী-কন্যাও। এবার কোভিড রিপোর্ট নেগেটিভের খবর এল অভিষেকেরও ৷  শনিবার ট্যুইট করে তিনি জানান, ‘‘ প্রমিস প্রমিসই হয় ! আজ দুপুরে আমার কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ আমি আগেই বলেছিলাম করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিতবই ৷ যারা আমার সুস্থ হওয়ার প্রার্থনা এতদিন করেছেন ৷ তাঁদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ৷ নানাবতী হাসপাতালের ডাক্তার ও নার্সদের বিশেষ ধন্যবাদ ৷ তাঁরা যা এতদিন করেছেন, অসাধারণ ৷ থ্যাঙ্কিউ !’’

  নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তাঁর ২৬তম দিনের কেয়ার বোর্ড দিনকয়েক আগে পোস্ট করেছিলেন অভিষেক বচ্চন। তাতে লেখা ছিল তাঁর শারীরিক অবস্থার রিপোর্ট। পোস্টের ক্যাপশনে অভিষেক লিখেছিলেন, 'হসপিটাল ডে: ২৬। ডিসচার্জ প্ল্যান: NO! কাম অন বচ্চন, তুমি পারবে।'

  নিজের পোস্টে এর আগে #believe হ্যাশট্যাগ ব্যবহার করেছেন অমিতাভ-পুত্র। হাসপাতাল থেকে তাঁর করা প্রতিটি পোস্টে শুভেচ্ছার বন্যা বয়েছে এতদিন। করোনাকে জয় করার পর গত রবিবারই মুম্বইয়ের নানাবতী হাসপাতাল থেকে ছাড়া পান বাবা অমিতাভ বচ্চন।

  Published by:Siddhartha Sarkar
  First published:

  Tags: Abhishek Bachchan, Coronavirus

  পরবর্তী খবর