হোম /খবর /করোনা ভাইরাস /
‘আমরা করব জয় নিশ্চয়’, এবার গান গেয়ে করোনা সচেতনতায় প্রচার আশাকর্মীদের

‘আমরা করব জয় নিশ্চয়’, এবার গান গেয়ে করোনা সচেতনতায় প্রচার আশাকর্মীদের

পাশাপাশি ওই এলাকাগুলোতে পঞ্চায়েতের পক্ষ থেকে জীবাণুনাশক স্প্রে এবং স্যানিটাইজিং করা হল।

  • Last Updated :
  • Share this:

#রায়গঞ্জ:মানুষ সচেতন হলে করোনা ভাইরাসের বিরুদ্ধে জয়ী হবেই। আমরা করব জয় নিশ্চয় এই গান গেয়ে এলাকায় এলাকায় প্রচার করলেন আশা কর্মীরা।আশা কর্মীদের সঙ্গে গানের তালে তালে হাত তালি দিয়ে উজ্জীবিত করেন এলাকার আবাল বৃদ্ধ বনিতা।একই সঙ্গে এলাকাকে দূষণ মুক্ত করতে চলে জীবানুনাশক স্প্রে করা হয়।

গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে মানুষের চিকিৎসা পরিষেবা দেওয়াই এদের কাজ। সেই কাজ করেও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক গান গেয়ে আবাসনের বাসিন্দাদের মনোরঞ্জন করলেন রায়গঞ্জ ব্লকের ১৩ নম্বর কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের আশাকর্মীরা। আশাকর্মীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আবাসনের বারান্দা ব্যালকনিতে দাঁড়িয়ে করতালির মাধ্যমে উৎসাহিত করলেন লক ডাউনে ঘরবন্দী সরকারি আবাসনের আবাসিকেরা।

রায়গঞ্জ শহর লাগোয়া কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের কর্নজোড়ায় সরকারি আবাসনগুলির রাস্তায় আশাকর্মীদের এমনই সচেতনতামূলক মনোরঞ্জনের গান করার ছবি ফুটে উঠল। এর পাশাপাশি ওই এলাকাগুলোতে পঞ্চায়েতের পক্ষ থেকে জীবাণুনাশক স্প্রে এবং স্যানিটাইজিং করা হল।

Uttam Paul

Published by:Elina Datta
First published:

Tags: Corona, Corona outbreak, Corona state lock down, Coronavirus, COVID-19