হোম /খবর /বিনোদন /
পাঁচ মিনিটেই করোনা পরীক্ষা! মুশকিল আসানে মার্কিন সংস্থা

পাঁচ মিনিটেই করোনা পরীক্ষা! মুশকিল আসানে মার্কিন সংস্থা

এই যন্ত্রেই হবে করোনা পরীক্ষা

এই যন্ত্রেই হবে করোনা পরীক্ষা

শুক্রবারই মার্কিন সংস্থা অ্যাবট টুইট করে জানায় যন্ত্রটি আবিষ্কারের কথা। ছোট টোস্টারের আকারের এই যন্ত্রটি মলিকিউলার টেকনোলজির সাহায্যে কাজ করবে।

  • Last Updated :
  • Share this:

পাঁচ মিনিটে জানা যাবে শরীরে করোনা ভাইরাস থাবা বসিয়েছে কি না। এমনই যন্ত্র তৈরি করে ফেলেছে একটি মার্কিন সংস্থা। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে সেই যন্ত্রের কথা ঘোষণা করা হল। যন্ত্রটিকে জরুরিকালীন স্বীকৃতিও দিয়েছে মার্কিন প্রশাসন।

শুক্রবারই মার্কিন সংস্থা অ্যাবট টুইট করে জানায় যন্ত্রটি আবিষ্কারের কথা। ছোট টোস্টারের আকারের এই যন্ত্রটি মলিকিউলার টেকনোলজির সাহায্যে কাজ করবে। কোনও ব্যক্তি করোনায় আক্রান্ত হলে তা জানা যাবে পাঁচ মিনিটে। দেহে সংক্রমণের সম্ভাবনা না থাকলে তাও জানা যাবে ১৩ মিনিটের মধ্যে।

সংস্থার চেয়ারম্যান রবার্ট ফোর্ড বলেন, "নানা ভাবে লড়তে হবে করোনার সঙ্গে। এই অবস্থায় এই পোর্টেবেল মলিকিউলার টেস্ট অনেক বেশি কার্যকর হয়ে উঠবে শিগগির।ফোর্ডের আরও দাবি, যন্ত্রটি আকারে ছোট হওয়ায় সহজেই হাসপাতালে অনেক পরিমাণে মজুত করা যাবে।

এখনই এই যন্ত্রটিকে বাজারে আনার অনুমোদন দেয়নি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশান এফডিএ। তবে মিলেছে আপৎকালীন ছাড়পত্র।

Published by:Arka Deb
First published:

Tags: Coronavirus