হোম /খবর /দেশ /
লকডাউনে দু’তিনদিন খাবার জোটেনি, একটা রুটি জলে ভিজিয়ে খেয়ে পেট ভরাল ভিখারি !

লকডাউনে দু’তিনদিন খাবার জোটেনি, একটা রুটি জলে ভিজিয়ে খেয়ে পেট ভরাল ভিখারি !

কংগ্রেস নেতা রাজীব শুক্লা ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘‘ জীবনে অনেক অভিযোগ ছিল ৷ কিন্তু এই দৃশ্য আমাকে একেবারে চুপ করিয়ে দিল ৷’’

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: লকডাউনে স্তব্ধ গোটা দেশ ৷ দেশের অনেক মানুষই রয়েছেন, যারা লকডাউনকে উপেক্ষা করেই প্রতিদিন কোনও কারণ ছাড়াই রাস্তায় নেমে পড়ছেন ৷ কেউ কেউ আবার এই অবস্থাতেও অনেক অনেক বাজার করতেই ব্যস্ত ৷ কারণ দীর্ঘ এই ‘ছুটি’-তে বাড়িতে সময় কাটানোর জন্য জমিয়ে খাওয়া-দাওয়াটাই যে অনেকের কাছে বেশি গুরুত্বপূর্ণ ৷ কিন্তু তাদের একবার অন্তত ভাবা উচিৎ, সেইসমস্ত মানুষদের কথা যাদের মাথা গোঁজার মতো কোনও ঠাঁই নেই ৷ দু’বেলা খাওয়ার মতো ভাত বা রুটি পর্যন্ত নেই ৷ রেল স্টেশনে এমনই এক গরীব ভিখারির একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যা দেখে চোখে জলই আসবে যে কারোরই ৷ কংগ্রেস নেতা রাজীব শুক্লা ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘‘ জীবনে অনেক অভিযোগ ছিল ৷ কিন্তু এই দৃশ্য আমাকে একেবারে চুপ করিয়ে দিল ৷’’ ভিডিওটিতে দেখা যাচ্ছে, দু’তিন ধরে প্রায় কিছু না খাওয়া এক ভিখারি রুটি জলে ভিজিয়ে খাচ্ছেন ৷ দেখে নিন সেই ভিডিও ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Coronavirus, Roti